ঢাকা, রবিবার   ০৫ মে ২০২৪,   বৈশাখ ২২ ১৪৩১

চাঁপাইনবাবগঞ্জে ‘গোলাগুলিতে ডাকাত’ নিহত

প্রকাশিত : ০৮:৪৭ এএম, ২৪ জুলাই ২০১৮ মঙ্গলবার | আপডেট: ০৯:৩২ এএম, ২৪ জুলাই ২০১৮ মঙ্গলবার

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় র‌্যাবের সঙ্গে গোলাগুলিতে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় র‌্যাবের দুই সদস্য আহত হয়েছেন।  র‌্যাব-৫, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের ডেপুটি কমান্ডার এএসপি আবু খায়ের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সোমবার দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার মোবারকপুর ইউনিয়নের মোহাম্মাদপুরে এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে ১টি পিস্তল, ১টি ম্যাগাজিন, ৪ রাউন্ড গুলি ও ২টি ধারালো হাসুয়া উদ্ধার করেছে র‌্যাব।

নিহতের পরিচয় এখনও নিশ্চিত করতে পারেনি র‌্যাব। তবে র‌্যাবের দাবি, নিহত ব্যক্তি ‘ডাকাত’ দলের সদস্য।

এএসপি আবু খায়ের জানান, সোমবার দিবাগত রাত দেড়টায় দিকে শিবগঞ্জ-চৌডালা সড়কের মোহাম্মদপুর-ত্রিমোহনী এলাকায় পৌঁছলে র‌্যাবের টহল দলকে লক্ষ করে গুলি ছোড়ে ডাকাত দলের সদস্যরা। এ সময় র‌্যাব সদস্যরাও পাল্টা গুলি চালায়। গোলাগুলি থেমে গেলে ঘটনাস্থলে একজনকে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায়। পরে তাকে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

একে//