ঢাকা, মঙ্গলবার   ০২ সেপ্টেম্বর ২০২৫,   ভাদ্র ১৭ ১৪৩২

কানাডার রেস্টুরেন্টে হামলাকারীর পরিচয় মেলেছে

প্রকাশিত : ১১:২১ এএম, ২৪ জুলাই ২০১৮ মঙ্গলবার

কানাডার টরেন্টোর রেস্টুরেন্টে হামলা চালিয়ে দুই পথচারীকে হত্যা করা সেই তরুণের পরিচয় মেলেছে। হামলাকারীর নাম ফায়সাল হুসেইন (২৯)। ওন্টারিয়র বিশেষ তদন্ত কমিটি (এসআইইউ) তার নাম প্রকাশ করেছে।

গত সোমবারের হামলার ঘটনায় ১০ বছর বয়সী এক কিশোরী ও ১৮ বছর বয়সের এক তরুণী নিহত হন। এই হামলায় আহত হন আরও অন্তত ১৩ জন। উল্লেখ্য, ময়না তদন্তের পরই তার পরিচয় নিশ্চিত হয় পুলিশ। পরে এসআইইউ বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেন।

হামলাকালে এলোপাতাড়ি গুলি চালায় ফায়সাল হুসেইন। পরে পুলিশ এসে পাল্টা গুলি চালালে ঘটনাস্থলেই নিহত হন ফায়সাল। এদিকে হামলায় হতাহতদের শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর শোক প্রকাশ করেছেন হুসেইনের পরিবারের সদস্যরা।

এক বিবৃতিতে ফায়সালের পরিবার জানায়, সে দীর্ঘদিন ধরেই মানষিক রোগে ভুগছিলেন। কয়েকজন মনোবিজ্ঞানীর স্মরণাপন্ন হয়েও তাকে সুস্থ করে তোলা যায়নি। যারা আমার সন্তানের গুলিতে নিহত হয়েছেন, তাদের প্রতি সমবেদনা জানানোর ভাষা আমার নেই।

সূত্র: বিবিসি
এমজে/