ঢাকা, রবিবার   ১৯ মে ২০২৪,   জ্যৈষ্ঠ ৪ ১৪৩১

জেলে মারধর: মুম্বাইয়ের হামলাকারী নিহত

প্রকাশিত : ০৩:৩১ পিএম, ২৪ জুলাই ২০১৮ মঙ্গলবার

পাকিস্তানি-মার্কিন সন্ত্রাসী ডেভিড কোলম্যান হ্যাডলি যুক্তরাষ্ট্রের আদালতে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছেন। মুম্বাইয়ের ২৬/১১ মামলার অন্যতম আসামি ডেভিড কোলম্যান জেলে কয়েকজন কয়েদীর দ্বারা আক্রান্ত হবার কয়েক ঘণ্টা পরই তার মৃত্যু হয়।

হাজতীদের দ্বারা আক্রান্ত হওয়ার পরই তাকে আইসিইউতে ভর্তি করান হেডলি। চলতি মাসের ৮ জুলাই তিনি কয়েদিদের দ্বারা আক্রান্ত হন। ডেভিড কোলম্যান একজন লস্কর-ই-তৈয়বার সক্রিয় সদস্য বলে জানা গেছে। ২০০৮ সালে মুম্বাই হামলায় ১৬০ জন নিহতের ঘটনায় ওই কয়েদির ৩৫ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল।

শিকাগো পুলিশের তরফ থেকে জানানো হয়েছে, ওই ব্যক্তির সম্পর্কে কোনো তথ্য দিতে তারা সক্ষম নন। জানা যায়, জেলখানার ওই ওয়ার্ডে রক্তাত্ব হন ডেভিড কোলম্যান। এরপরই তাকে পাঠানো হয় এভানস্টনের হাসপাতালের আইসিইউতে। ২০০৯ সালে ডেভিড কোলম্যানকে গ্রেফতার করে পুলিশ।

এমজে/