ঢাকা, মঙ্গলবার   ১৬ সেপ্টেম্বর ২০২৫,   ভাদ্র ৩১ ১৪৩২

ফাইনাল নিশ্চিত করেন ইভো কার্লোভিক ও গায়েল মনফিলস

প্রকাশিত : ০৩:৪২ পিএম, ২৪ জুলাই ২০১৬ রবিবার | আপডেট: ০৩:৪২ পিএম, ২৪ জুলাই ২০১৬ রবিবার

সিটি ওপেন টেনিসের ফাইনাল নিশ্চিত করেন ক্রোয়েশিয়ান তারকা ইভো কার্লোভিক ও ফ্রান্স তারকা গায়েল মনফিলস। সেমিফাইনালের লড়াইয়ে যুক্তরাষ্ট্রের স্টিভ জনসনকে হারিয়েছেন তিনি। জনসনের বিপক্ষে জয় পেয়েছেন ২-০ ব্যবধানে। প্রথম সেটে ৬-৪ ব্যবধানে জয় নিয়ে এগিয়ে যান ৩৭ বছর বয়সী কার্লোভিক। পিছিয়ে থেকে দ্বিতীয় সেটে প্রতিদ্বন্দ্বী খেলা গড়ে তোললেও শেষ পর্যন্ত আবারো পিছিয়ে পড়েন জনসন। দ্বিতীয় সেটেও সমান ব্যবধানে হেরে যান তিনি। অন্যম্যাচে, আলেকজান্ডার জেরেভকে হারিয়ে ফাইনালে উঠেন গায়েল মনফিলস। জার্মান তারকা আলেকজান্ডারকে হারিয়েছে ৬-৪ ও ৬-০ গেমে।