ঢাকা, মঙ্গলবার   ২৭ জানুয়ারি ২০২৬,   মাঘ ১৩ ১৪৩২

বাব-আল মান্দেব দিয়ে তেল রপ্তানি বন্ধ করে দিয়েছে সৌদি

প্রকাশিত : ১০:৩২ এএম, ২৬ জুলাই ২০১৮ বৃহস্পতিবার | আপডেট: ১০:৩৩ এএম, ২৬ জুলাই ২০১৮ বৃহস্পতিবার

বিশ্বের শীর্ষ তেল রপ্তানিকারক দেশ সৌদি আরব বাব-আল মান্দেব প্রণালী দিয়ে তেল রপ্তানি সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে। সৌদির জ্বালানি তেলভর্তি দুটি জাহাজে হুতি বিদ্রোহীরা হামলা চালানোর পরপরই দেশটি তেল রপ্তানি সাময়িক বন্ধ ঘোষণা করে।

দেশটির জ্বালানি মন্ত্রী খালি আল ফালিহ গত বৃহস্পতিবার বলেন, ওই প্রণালী দিয়ে সবধরণের তেল রপ্তানি বন্ধ করে দেওয়া হবে। ওই প্রণালী যতক্ষণ পর্যন্ত জাহাজ চলাচলের জন্য উপযুক্ত ও নিরাপদ হবে না, ততদিন পর্যন্ত তা দিয়ে সব ধরণের তেল রপ্তানি বন্ধ থাকবে।

রেড সিতে অবস্থানরত সৌদির দুটি তেলভর্তি ট্যাংকার লক্ষ্য করে ক্ষেপনাস্ত্র হামলা চালায় হুতি বিদ্রোহীরা। এতে একটি ট্যাংকার সামান্য ক্ষতিগ্রস্ত হয়। সৌদির আরামকো থেকে এক বিবৃতিতে বলা হয়, ওই ট্যাংক দুটির প্রত্যেকটিতে ২০ লাখ ব্যারেল তেল সরবরাহ করা হচ্ছিল। তবে এ ঘটনায় কোনো হতাহত হয়েছে কি না বিষয়টি খোলাসা করা হয়নি।

সূত্র: আলজাজিরা
এমজে/