ঢাকা, মঙ্গলবার   ১৬ সেপ্টেম্বর ২০২৫,   ভাদ্র ৩১ ১৪৩২

চাঁদপুরের নিখোঁজ কিশোর ভৈরবে উদ্ধার

প্রকাশিত : ১২:০১ পিএম, ২৫ জুলাই ২০১৬ সোমবার | আপডেট: ১২:০১ পিএম, ২৫ জুলাই ২০১৬ সোমবার

চাঁদপুরের মতলব থেকে নিখোঁজের ৭দিন পর কামাল হোসেন নামের এক কিশোরকে ভৈরব রেলস্টেশন থেকে উদ্ধার করেছে র‌্যাব। র‌্যাব জানায়, গত রাতে নিয়মিত টহল দেয়ার সময় ভৈরব রেলস্টেশনের প্লাটফর্মে স্কুল ব্যাগ কাধে এলোপাথারি ঘোরাফেরা করতে দেখে ওই যুবককে আটক করা হয়। ক্যাম্পে এনে জিজ্ঞাসাবাদ করার পর সে জানা যায়, সে বাড়ী থেকে ৭ দিন আগে পালিয়ে এসেছে। চাঁদপুরের মতলব থানার মোমিয়া ধূলাইতলি গ্রামের সেলিম মিয়ার ছেলে বলে সে নিজের পরিচয় দিয়েছে।