ঢাকা, শনিবার   ১৮ মে ২০২৪,   জ্যৈষ্ঠ ৪ ১৪৩১

প্রায়শ্চিত্ত করতে মেসিকে ছেড়ে দাও: বার্সাকে রোমা

প্রকাশিত : ০৮:২৩ পিএম, ২৭ জুলাই ২০১৮ শুক্রবার

স্পেনিশ ক্লাব বার্সেলোনার উপর বেজায় চটেছেন রোমার প্রেসিডেন্ট জেমস পালোটা। ব্রাজিলিয়ান উইঙ্গার ম্যালকমকে নোংরাভাবে ছিনিয়ে নেওয়ার অভিযোগ তুলে পালোটো বলেন, ম্যালকমকে নজিরবিহীন অনিয়মের মাধ্যমে ছিনিয়ে নিয়ে পাপ করেছে বার্সা। আর তার প্রায়শ্চিত্ত করতে আর্জেন্টাইন ফরোয়ার্ড লিওনেল মেসিকে ছেড়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

রোমার প্রেসিডেন্ট বলেন, বার্সেলোনা ম্যালকমকে ক্রয়ে অনৈতিকভাবে চুক্তি করেন। যখন রোমা ম্যালকমের এজেন্ট ও তার সাবেক ক্লাব বোরডেক্সের সঙ্গে চুক্তি করার দ্বারপ্রান্তে পৌঁছে গিয়েছিল, তখন সুকৌশলে ম্যালকমকে ছিনিয়ে নেয় বার্সা। এই অনৈতিক চুক্তির প্রায়শ্চিত্ত করতে মেসিকে রোমার হাতে ছেড়ে দিতে আহ্বান জানান তিনি।

মেসিকে পেতে হয়তো জোর চেষ্টা চালাবে না, পালোটা তবে বরডিক্স ও বার্সার বিরুদ্ধে এক হাত নিয়েছেন তিনি। এসময় তিনি বলেন, বরডিক্স ও বার্সেলোনা আমাদের কাছে ক্ষমা চেয়েছে। আমরা তাদের ক্ষমা করিনি। মেসিকে ছেড়ে দিয়ে সে পাপের প্রায়শ্চিত্ত করলেই ক্ষমা পাবে বার্সেলোনা।

সূত্র: গোল ডট কম
এমজে/