ঢাকা, মঙ্গলবার   ০৯ সেপ্টেম্বর ২০২৫,   ভাদ্র ২৫ ১৪৩২

নতুন পরিচয়ে নাসরিন

প্রকাশিত : ০৯:৫৫ এএম, ২৮ জুলাই ২০১৮ শনিবার

চলচ্চিত্র অভিনেত্রী নাসরিন। এ পর্যন্ত প্রায় আট শতাধিক সিনেমায় অভিনয় করেছেন তিনি। এসব সিনেমাতে কখনো তার উপস্থিতি ছিল নাচের দৃশ্যে, পার্শ্ব অভিনেত্রী হিসেবে, কখনো বা মন্দ নারীর চরিত্রে। দীর্ঘ চলচ্চিত্র ক্যারিয়ারে দর্শকদের সামনে এবার নাসরিন আসছেন নতুন পরিচয় নিয়ে। এবার নিজেই চলচ্চিত্র প্রযোজনা করবেন এই অভিনেত্রী।

এ বিষয়ে নাসরিন বলেন, সিনেমাটি নির্মিত হবে আমার জীবনী (বায়োপিক) নিয়ে। ১২-১৩ বছর থেকে জীবন সংগ্রাম শুরু হয় আমার। গল্পটা শুরু হবে সেখান থেকে। আমার প্রযোজনায় সিনেমাটি নির্মাণ হবে। বর্তমানে গল্পের কাজ চলছে। কমল সরকার সিনেমার চিত্রনাট্য লিখবেন। আর এটি নির্মাণের জন্য নির্মাতা আবুল খায়ের বুলবুল এবং আজিজুর রহমান ভাইয়ের কথা মাথায় রেখেছি।
নিজের বায়োপিক সিনেমাতে শ্রাবণ শাহকে নায়ক হিসেবে চান তিনি।
এসএ/