শিক্ষার্থীদের উপবৃত্তির টাকা শিক্ষকরা আত্মসাতের অভিযোগ
প্রকাশিত : ০৯:৫৬ এএম, ২৬ জুলাই ২০১৬ মঙ্গলবার | আপডেট: ০৯:৫৬ এএম, ২৬ জুলাই ২০১৬ মঙ্গলবার
বরগুনা সদর উপজেলার বেশ কয়েকটি প্রাইমারি স্কুলে শিক্ষার্থীদের উপবৃত্তির টাকা শিক্ষকরা আত্মসাতের অভিযোগ উঠেছে। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছেন শিক্ষা কর্মকর্তা। তবে তদারকি আরো বাড়ানোর দাবি জানিয়েছেন শিক্ষার্থী ও অভিভাবকরা।
প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের উপস্থিতি বাড়াতে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে প্রতি বছরই দেয়া হয় উপবৃত্তি। তবে বরগুনায় উপবৃত্তির টাকা চলে যাচ্ছে শিক্ষকদের পকেটে। আর শিক্ষার্থীরা টাকা চাইলে বেধে দেয়া হয় ঘুষের শর্ত।
যদিও এ ধরনের অভিযোগকে অস্বীকার করেছেন শিক্ষকেরা।
তবে পরিষ্কার-পরিচ্ছন্নতার অজুহাতে টাকা নেয়ার কথা স্বীকার করেছেন কোন কোন শিক্ষক।
এদিকে সুনির্দিষ্ট অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছেন শিক্ষা কর্মকর্তা।
বরগুনা সদর উপজেলার ২শ’২৭টি প্রাথমিক বিদ্যালয়ের ২৯ হাজার ৯৮৩ জন শিক্ষার্থী উপবৃত্তি কার্যক্রমের আওতায় রয়েছে বলেও জানান এই কর্মকর্তা।