গাজীপুরে সড়ক দুর্ঘটনায় আহত ২৫
প্রকাশিত : ০২:২২ পিএম, ২৬ জুলাই ২০১৬ মঙ্গলবার | আপডেট: ০২:২২ পিএম, ২৬ জুলাই ২০১৬ মঙ্গলবার
গাজীপুরের নবীনগর-চন্দ্রা মহাসড়কে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ২৫ জন আহত হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে নবীনগর থেকে ছেড়ে আসা গাজীপুরগামী পলাশ পরিবহনের বাসটি চক্রবর্তী এলাকায় পৌছালে অপর একটি বাসকে ওভারটেক করার চেষ্টা করে। সেসময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে গেলে ২৫ যাত্রী আহত হয়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে শেখ ফজিলাতুন্নেছা মেমোরিয়াল হাসপাতালে ভর্তি করা হয়। এদিকে গাজীপুরের সফিপুর দোকানপার এলাকায় সড়ক দূর্ঘটনায় সালেক হোসেন নামে এক ব্যাক্তি নিহত হয়েছে।