ঢাকা, মঙ্গলবার   ১৩ মে ২০২৫,   বৈশাখ ৩০ ১৪৩২

বেনাপোল থেকে ৫৯৬ বোতল ফেনসিডিল উদ্ধার

বেনাপোল প্রতিনিধি

প্রকাশিত : ০৬:২৮ পিএম, ২৯ জুলাই ২০১৮ রবিবার

বেনাপোল পোর্ট থানার শিকড়ি মাঠ থেকে ৫৯৬ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করেছে বিজিবি সদস্যরা। রোববার সকালে ফেনসিডিলগুলো জব্দ করলেও কোন চোরাচালানীকে আটক করতে পারেনি বিজিবি।

বেনাপোল বিজিবি কোম্পানি কমান্ডার সুবেদার মনির হোসেন জানান, গোপন সংবাদে জানা যায়, চোরাচালানীরা ভারত থেকে বিপুল পরিমান ফেনসিডিল এনে শিকড়ি বটতলা মাঠে অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে বিজিবি সদস্যরা সেখানে অভিযান চালিয়ে ৫৯৬ বোতল ফেনসিডিল জব্দ করো হয়।

বিজিবি‘র উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় চোরাচালানীরা। উদ্ধারকৃত ফেনসিডিল যশোর বিজিবি ব্যাটালিয়নের পাঠানো হবে বলে জানান তিনি।

এসএইচ/