ঢাকা, মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪,   বৈশাখ ১০ ১৪৩১

কাজী মোতাহার হোসেনের জন্মবার্ষিকী পালন

রাজবাড়ী প্রতিনিধি

প্রকাশিত : ১১:২৯ পিএম, ৩০ জুলাই ২০১৮ সোমবার

সাহিত্যিক ড. কাজী মোতাহার হোসেনের ১২১তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান পালন করা হয়েছে। সোমবার রাজবাড়ীর পাংশা উপজেলার হাবাসপুরে কাজী মোতাহার হোসেন কলেজ প্রাঙ্গণে এ আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

ড.কাজী মোতাহার হোসেন ১৮৯৭ সালে ৩০ জুলাই’র এই দিনে রাজবাড়ীর পাংশা উপজেলার হাবাসপুর গ্রামে জন্মগ্রহণ করেন।

জেলা প্রশাসক মো.শওকত আলীর সভাপতিত্বে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত  ছিলেন সাবেক প্রধান নির্বাচন কমিশনার মোহাম্মদ আবু হেনা।

এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ডা. কাজী মোতাহার কলেজের পরিচালনা পর্ষদের সভাপতি ও বাংলাদেশ কৃষি গবেষণা ইন্সিটিউশনের সাবেক মহাপরিচালক ড. এম এ মাজেদ, জেলা পরিষবের চেয়ারম্যান ফকির আব্দুর জব্বার, পুলিশ সুপার আসমা সিদ্দিকা মিলি প্রমুখ।

 

এমএইচ/ এসএইচ/