ঢাকা, রবিবার   ২৮ এপ্রিল ২০২৪,   বৈশাখ ১৫ ১৪৩১

মুজিব থেকে সজীব

প্রকাশিত : ১২:১৩ পিএম, ৩১ জুলাই ২০১৮ মঙ্গলবার | আপডেট: ১২:৪০ পিএম, ৩১ জুলাই ২০১৮ মঙ্গলবার

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭৫ সালে বেতবুনিয়ায় ভূ-উপগ্রহ প্রতিষ্ঠা করেছিলেন। তারই ধারাবাহিকতায় জাতির জনকের দৌহিত্র সজীব ওয়াজেদ জয় বঙ্গবন্ধু স্যাটেলাইট মহাকাশে পাঠালেন। মুজিব থেকে সজীব।

বঙ্গবন্ধু-১ স্যাটেলাইটের সফল উৎক্ষেপণ উপলক্ষে আজ মঙ্গলবার সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত এক অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সে গাজীপুর ও বেতবুনিয়ায় ভূ-উপগ্রহ উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

শেখ হাসিনা বলেন, মুজিব থেকে যাত্রা শুরু করে আমরা আজ সজীব পর‌্যন্ত পৌছে গেছি। জাতির জনক দিয়ে গেছেন ভূ-উপগ্রহ কেন্দ্র। আর জয় দিলেন স্যাটেলাইট। যার সুফল আমরা ভোগ করা শুরু করেছি।

প্রধানমন্ত্রী বলেন, আমরা এগিয়ে যাচ্ছি এগিয়ে যাবো। ৭ মার্চ বঙ্গবন্ধু বলেছিলেন, বাঙালিকে কেউ দাবায়া রাখতে পারবা না। আমাদের কেউ দাবিয়ে রাখতে পারবে না।

তিনি বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ জনগণের জন্য কাজ করে। দেশের মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, প্রধানমন্ত্রীর আইসিটি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়, সভাপতিত্ব করছেন ডাক টেলিযোগাযোগ ও আইসিটি মন্ত্রী মোস্তাফা জব্বার।

/ এআর /