ঢাকা, বুধবার   ০৭ মে ২০২৫,   বৈশাখ ২৩ ১৪৩২

রজার ফেদারার হাঁটুর ইনজুরির কারণে রিও অলিম্পিক থেকে ছিটকে গেলেন

প্রকাশিত : ০৪:৫২ পিএম, ২৭ জুলাই ২০১৬ বুধবার | আপডেট: ০৪:৫২ পিএম, ২৭ জুলাই ২০১৬ বুধবার

হাঁটুর ইনজুরির কারণে রিও অলিম্পিক থেকে ছিটকে গেলেন সুইস টেনিস তারকা রজার ফেদারার। ইনজুরির কারণে তিনি অংশ নিতে পারেননি ফ্রেঞ্চ ওপেন টেনিসে। আর উইম্বলডনের  সেমিফাইনাল তেকে বিদায় নেন এই টেনিস তারকা। এরপর প্রস্তুতি নিচ্ছিলেন অলিম্পিকের জন্য। তবে, হাটুর ইনজুরির কারণে আসন্ন রিও অলিম্পিক থেকে নিজের নাম প্রত্যাহার করে নিয়েছেন ফেদারার। শুধু রিও অলিম্পিক নয়, চলতি মৌসুমের আর কোন কোর্টেই দেখা যাবে না সাবেক এই নাম্বার ওয়ানকে।