ঢাকা, বৃহস্পতিবার   ০২ মে ২০২৪,   বৈশাখ ১৮ ১৪৩১

বিশ্বমিডিয়ায়ও শিক্ষার্থীদের আন্দোলন

প্রকাশিত : ০৩:০৭ পিএম, ২ আগস্ট ২০১৮ বৃহস্পতিবার | আপডেট: ০৩:০৮ পিএম, ২ আগস্ট ২০১৮ বৃহস্পতিবার

শিক্ষার্থীদের আন্দোলন ছড়িয়ে পড়েছে বিশ্ব মিডিয়াতেও। দুই শিক্ষার্থী নিহতের জেরে দানাবাঁধা আন্দোলন রূপ নিয়েছে ‘নিরাপদ সড়ক চাই’ আন্দোলনে। কোনো ধরণের সাংগঠনিক শক্তি ছাড়াই কেবল দেশের স্কুল-কলেজের শিশু-কিশোর শিক্ষার্থীদের আন্দোলন নাড়িয়ে দিয়েছে গোটা বিশ্বকে।

চীনের সরকারি সংবাদসংস্থা সিনহুয়া বলছে, চালকের বেপরোয়া গাড়ির নিচে চাপা পড়ে দুই শিক্ষার্থী নিহতের ঘটনায় হাজার হাজার শিক্ষার্থী ঢাকার রাস্তায় নেমেছেন। নিরাপদ সড়কের দাবিতে গত তিনদিনের মতো তারা রাস্তা অবরোধ করে বিক্ষোভ করছে।

তুরস্কের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আনাদোলু নিউজ এজেন্সি এক প্রতিবেদনে জানায়, ঢাকায় বাসের চাকায় পিষ্ট দুই শিক্ষার্থীর মৃত্যুর ঘটনার জেরে ঢাকাসহ কয়েকটি শহরে নিরাপদ সড়কের দাবিতে ছাত্র আন্দোলন ছড়িয়ে পড়েছে। দেশটির বিমানবন্দর সড়কে রোববার বাসচাপায় দুই শিক্ষার্থীর প্রাণহানি ঘটে। বিক্ষোভকারীরা সড়কে নিরাপত্তা ও হত্যার ন্যায়বিচার দাবি করছেন। ঘাতক চালকের বিচারসহ ন্যায়বিচারের দাবিতে হাজার হাজার শিক্ষার্থী ঢাকায় বিক্ষোভ করেছে।

ভয়েস অব আমেরিকার এক খবরে বলা হয়েছে, ছাত্র বিক্ষোভে রাজধানী কার্যত অচল হয়ে পড়েছে। এতে জনদুর্ভোগ চরমে পৌঁছেছে। বিক্ষোভের আগাম খবরে মঙ্গলবার অঘোষিতভাবে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়। এতেও কোন কাজ হয়নি। ছাত্রদের অভিভাবকরাও বিক্ষোভে যোগ দেন। ছাত্র বিক্ষোভ হয়েছে চট্টগ্রাম, সিলেট, নারায়ণগঞ্জ, সাভার, ময়মনসিংহ ও বরিশালে।

পশ্চিমবঙ্গের বাংলা দৈনিক আনন্দবাজার পত্রিকা শিরোনাম করেছে বাংলাদেশের ছাত্ররা রাস্তায়, স্কুল বন্ধ। তারা লেখে, রাস্তায় ঝাঁকে ঝাঁকে পড়ুয়া। অনেকের পরনে স্কুলের ইউনিফর্ম। সকলের পিঠে স্কুলের ব্যাগ। দিনভর এই খুদেদের কাজকর্মে অস্তব্যস্ত হয়ে পড়ল ঢাকার জনজীবন। ব্যস্ত রাজধানীর অবাধ্য ট্রাফিক ব্যবস্থাকে বশে আনতে রাস্তায় নেমেছে স্কুলছাত্ররা। মন্ত্রীর গাড়ি উল্টোপথে আসায় আটকে ঘুরিয়ে দিয়েছে তারা। লাইসেন্স না-থাকায় পুলিশের গাড়িও থামিয়ে দিয়েছে। কাগজপত্র পরীক্ষা করে সন্তুষ্ট হতে না-পেরে চাবি কেড়ে নিয়েছে বেশ কিছু চালকের। চার দিন ধরে এই অবস্থা চলতে থাকায় বৃহস্পতিবার বাংলাদেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি ঘোষণা করেছে সরকার।

ফরাসী সংবাদমাধ্যম এএফপির বরাত দিয়ে সিঙ্গাপুরের ইংরেজি দৈনিক স্ট্রেইট টাইমস বলছে, দ্রুতগতির একটি বাসের নিচে চাপা পড়ে দুই শিক্ষার্থীরা প্রাণহানির ঘটনায় বাংলাদেশের রাজধানী ঢাকার বিভিন্ন এলাকার রাস্তায় বিক্ষোভ করছে শিক্ষার্থীরা। রাস্তা অবরোধ করে নিরাপদ সড়কের দাবিতে তারা বিক্ষোভ করছে।

এমজে/