ঢাকা, শুক্রবার   ১৭ মে ২০২৪,   জ্যৈষ্ঠ ২ ১৪৩১

আন্দোলনকারীদের ফিরে যেতে বললেন দিয়ার বাবা   

প্রকাশিত : ১০:১৬ পিএম, ২ আগস্ট ২০১৮ বৃহস্পতিবার

বাসচাপায় নিহত দিয়া খানম মিম এর বাবা আন্দোলনকারী শিক্ষার্থীদের ঘরে ফিরে যেতে অনুরোধ করেছেন।

বৃহস্পতিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাতের পর এই অনুরোধ জানান দিয়ার বাবা জাহাঙ্গীর ফকির। একই সঙ্গে নিহত করিমের মা মহিমা বেগমও শিক্ষার্থীদের ফিরে যেতে অনুরোধ জানান।   

জাহাঙ্গীর সাংবাদিকদের বলেন, ‘সবার কাছে অনুরোধ আমরা আমাদের সন্তানদের বুঝিয়ে ঘরে ফিরিয়ে নিয়ে যাই। প্রধানমন্ত্রী বলেছেন, আমরা একটা শক্ত বিচার পাবো।’

করিমের মা বলেন, ‘সবাই আমার সন্তানের জন্য রাস্তায় নেমেছ। সবই হয়ে গেছে। এখন তোমরা যে যার ঘরে উঠে যাও। তোমাদের সবার কাছে অনুরোধ, তোমরা ঘরে ফিরে যাও।’

গত রবিবার দুপুরে রাজধানীর বিমান বন্দর সড়কের কুর্মিটোলা এলাকায় জিল্লুর রহমান ফ্লাইওভারের গোড়ায় মিরপুরের দিক থেকে আসা জাবালে নূর পরিবহনের একটি বাসের নিচে চাপা পড়ে নিহত হন ঢাকার শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের দিয়া ও করিম। এতে আরো অন্তত ১০-১২ জন আহত হয়। এরপরই স্কুল-কলেজের শিক্ষার্থীরা লাগাতার আন্দোলনে রাজধানী অচল করে রেখেছে গত পাঁচদিন ধরে।

ওই দুই শিক্ষার্থী নিহত হওয়ার পর থেকে নিরাপদ সড়কের দাবিতে রাজধানীতে শিক্ষার্থীদের এই আন্দোলন চলছে। গত দুই দিনে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে অনান্য জেলাতেও।

এই প্রেক্ষাপটে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বুধবার রাতে ‘শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে’ বৃহস্পতিবার দেশের সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশনার কথা জানান।

এর পরও বৃহস্পতিবার সকাল থেকে পুরো রাজধানীর রাজপথ দখল করে শিক্ষার্থীরা বিক্ষোভ করছে। পুলিশের ভূমিকায় নেমে গাড়ি থামিয়ে তারা লাইসেন্স পরীক্ষা করছে।

নিহত দুইজনের পরিবারের সদস্যরা বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে গেলে প্রত্যেক পরিবারকে অনুদান হিসেবে ২০ লাখ টাকার সঞ্চয়পত্র দেন সরকারপ্রধান।

দিয়ার বাবা জাহাঙ্গীর ফকির, ভাই-বোন, মা এবং আবদুল করিমের মা মহিমা বেগম, বোন ও পরিবারের সদস্যদের পাশাপাশি শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের প্রিন্সিপাল নূর নাহার ইয়াসমিন এ সময় উপস্থিত ছিলেন।

এসি