আসাম বিমানবন্দরে রাতভর আটক মমতার ৮ বিধায়ক
প্রকাশিত : ১২:০৬ পিএম, ৩ আগস্ট ২০১৮ শুক্রবার

আসাম বিমানবন্দরে রাতভর আটক ছিলেন ভারতের পশ্চিমবঙ্গ সরকারের ৮ জন বিধায়ক। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর এই বিধায়কদের গতরাত বৃহস্পতিবারে বিমানবন্দরেই ভেতরেই অবরুদ্ধ করে রাখে সেখানকার পুলিশ। আসামের নাগরিক তালিকা থেকে প্রায় ৪০ লাখ মানুষদের বাদ দেওয়ার প্রতিবাদ জানাতে আসাম গিয়েছিলেন তৃণমূল কংগ্রেসের এই প্রতিনিধি দল। তবে তাদেরকে বিমানবন্দর থেকে বাইরে বের হতে দেওয়া হয়নি।
রাতভর বিমানবন্দরে আটক থাকার পর আজ শুক্রবার সকালে কলকাতার উদ্দেশ্যে বিমানে চরে বসেন ৬ বিধায়ক। আর আজ সন্ধ্যায় দিল্লী যাওয়ার কথা রয়েছে দুই বিধায়কের। পশ্চিমবঙ্গ রাজ্যসভা এবং এই দলের প্রধান সদস্য সুখেন্দু শেখর রয় বলেন, “আমরা পুরো রাত বিমানবন্দরেই কাটিয়েছি। বিমানবন্দরের তিনটি কক্ষে ছিলাম আমরা”।
বিমানবন্দরে বিধায়কদের আটকের একটি ভিডিও চিত্র প্রকাশ পায়। এতে দেখা যায় যে, বিধায়কদের শারীরিকভাবে আটক করে বিমানবন্দরের পুলিশ। আর আসাম পুলিশের পক্ষ থেকে প্রকাশিত এক ভিডিও’তে দেখা যায় যে, তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রী এক পুলিশ কন্সটেবলকে ধাক্কা দিচ্ছে। এরপরেই আটক করা হয় তাদের।
এদিকে তৃণমূল বিধায়কদের আসামে প্রবেশ করতে না দেওয়ার দিল্লীতে বসে পেয়েছেন দলের প্রধান মমতা ব্যানার্জী। আসামে প্রবেশ করতে না দিলে বিমানবন্দরে থেকেই প্রতিবাদ করতে প্রাথমিকভাবে প্রতিনিধিদের নির্দেশ দিয়েছিলেন তিনি। বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি বলেন, “
আসামে খুবই জরুরী অবস্থা বিরাজ করছে। তারা চায় না যে আমরা জনগণের সাথে কথা বলি”।
আসামের শিলচরে একটি জনসমাবেশে অংশ নেওয়ার কথা ছিলো তৃণমূল কংগ্রেসের এই প্রতিনিধিদের। তবে শেখর রয় অভিযোগ করে বলেন যে, এই জনসমাবেশ বাতিল করার পরেও আসামে প্রবেশের অনুমতি পাননি তারা। শুধু জনগণের সাথে কথা বলবেন – এমনটা বলার পরেও বিমানবন্দর থেকে তাদেরকে বের হতে দেয়নি পুলিশ।
সূত্রঃ এনডিটিভি
//এস এইচ এস//