৭দিন পর পর্বত থেকে জীবিত উদ্ধার অভিযাত্রী
প্রকাশিত : ০১:০৯ পিএম, ৩ আগস্ট ২০১৮ শুক্রবার

নিউজিল্যান্ডের একটি পর্বত থেকে সাতদিন পর জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে এক পর্বত অভিযাত্রীকে। বরফের মাঝেই ‘গুহা’ খুঁড়ে এতদিন নিজেকে বাঁচিয়ে রেখেছিলেন ঐ পর্বতারোহী। শেষ পর্যন্ত জীবিত উদ্ধারের পর হাসপাতালে তাঁকে চিকিৎসার জন্য নেওয়া হয়েছে।
২৯ বছর বয়সী টেরি হার্চ অস্ট্রেলিয়ান সেনাবাহিনীর একজন সদস্য। গত সোমবার নিউজিল্যান্ডের দক্ষিণ দ্বীপের মাউন্ট অ্যাস্পিরিং থেকে নিখোঁজ হন তিনি। গতকাল বৃহস্পতিবার তাঁকে উদ্ধারের জন্য নিয়োজিত একটি দল টেরির সন্ধান পান।
উদ্ধারের সময় হাত নেড়ে উদ্ধারকারীদের দৃষ্টি আকর্ষণ করেন লেফটেন্যান্ট টেরি। এমনকি হেলিকপ্টার পর্যন্ত নিজেই হেটে যান তিনি। এই ঘটনাকে ‘অসাধারণ’ বলছে উদ্ধারকারী দল। ভারী তুষারপাত আর ঘন্টায় প্রায় ৬০ কিলোমিটার গতির হাড় কাপানো ঠান্ডা বাতাসের মাঝেই টিকে ছিলেন এই সেনা কর্মকর্তা।
উদ্ধার কার্যক্রমের সমন্বয়ক জিওফ লান্ট বলেন, “আমাদের মনে হয় তুষারের মাঝেই তিনি একটি ‘তুষার গুহা’ খনন করেন। আর তাই তাঁকে এই সাতদিন জীবিত রাখে”।
টেরির সাথে একটি ব্যক্তিগত ট্রাকিং ডিভাইস ছিল। ডিভাইসটির হোমিং বিকন চালু করার পর টেরির অবস্থানের বিস্তারিত চলে যায় যুক্তরাষ্ট্রে। সেখান থেকেই অস্ট্রেলিয়ার উদ্ধারকারী দলকে টেরির অবস্থান জানানো হয়। এরপরই উদ্ধার করা হয় টেরিকে।
টেরি অস্ট্রেলিয়ার সেনাবাহিনীতে লেফটেন্যান্ট হিসেবে কর্মরত আছেন বলে নিশ্চিত করেছে অস্ট্রেলিয়ার সরকার। পাহাড়ে হাইকিং এর জন্য ছুটিতে নিউজিল্যান্ড ভ্রমণে ছিলেন লেফটেন্যান্ট টেরি হার্চ।
সূত্রঃ বিবিসি
//এস এইচ এস/