ঢাকা, রবিবার   ৩১ আগস্ট ২০২৫,   ভাদ্র ১৬ ১৪৩২

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৩,১৮৩ কোটি ৬৫ লাখ` টাকার বাজেট ঘোষনা

প্রকাশিত : ০৭:৩৪ পিএম, ২৮ জুলাই ২০১৬ বৃহস্পতিবার | আপডেট: ১২:২৬ পিএম, ৪ এপ্রিল ২০১৭ মঙ্গলবার

২০১৬- ২০১৭ অর্থ বছরের জন্য ৩ হাজার ১শ ৮৩ কোটি ৬৫ লাখ টাকার বাজেট ঘোষনা করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। বৃহস্পতিবার দুপুরে নগর ভবন মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে এই বাজেট ঘোষনা করেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র সাঈদ খোকন। বাজেটে সিটি কর্পোরেশনের নিজস্ব উৎস থেকে ১৩ শ ৯১ কোটি ২৭ লাখ টাকা আয় ধরা হয়েছে। একই সাথে সরকারী ও বৈদেশিক সহায়তা বাবদ আয় ধরা হয়েছে ১৪ শ ৮৫ কোটি ৩২ লাখ টাকা। ঘোষিত অর্থ বছরে বুড়িগঙ্গা নদীর সংস্কার সহ বেশ কয়েকটি উন্নয়ন প্রকল্পের কথা তুলে ধরেন মেয়র। ঢাকা দক্ষিন সিটিকে সবুজায়নের আওতায় আনতে হোল্ডিং ট্যাক্স এর ক্ষেত্রে ১০ শতাংশ শীথিল করার ঘোষনাও দিয়েছেন সাঈদ খোকন।