ঢাকা, শুক্রবার   ১৭ মে ২০২৪,   জ্যৈষ্ঠ ৩ ১৪৩১

ছেলের শোকে রাস্তার গর্ত সংস্কার করছেন বাবা   

প্রকাশিত : ০৮:২৭ পিএম, ৩ আগস্ট ২০১৮ শুক্রবার

রাস্তার গর্তে পড়ে মোটরসাইকেল দুর্ঘটনায় ১৬ বছল বয়সী তরুণ ছেলে প্রাণ হারিয়েছিলেন। ছেলের এই নির্মম মৃত্যু মেনে নিতে পারেননি বাবা। প্রিয় ছেলের মৃত্যুশোকে আজ কাতর তিনি।

মুম্বাইয়ের রাস্তায় হঠাৎ আপনার চোখে পড়বে দাদারাও ভিলহোরে নামের এক ভদ্রলোক, যিনি রাস্তার খানাখন্দ দেখলে সেখানে সংস্কার শুরু করছেন। এই কাজটি তিনি করছে প্রায় তিন বছর ধরে।  

২০১৫ সালের ২৮ জুলাই মুম্বাইয়ের যোগেশ্বরী- ভিখরোলী লিঙ্ক রোডে দুর্ঘটনায় মারা গিয়েছিল দাদরাও ভিলহোরের ছেলে। পানিতে ডুবে থাকা একটি গর্তে মোটরসাইকেল পড়ে যাওয়ায় এ দুর্ঘটনা ঘটে।

এমন দুর্ঘটনায় ছেলের মৃত্যুর পর তিনি শপথ করেন সড়কে কোনো গর্ত থাকতে দেবেন না। সেই থেকে আজ পর্যন্ত তিনি সড়কে ৫৫৬টি গর্ত মেরামত করেছেন। তার এই কাজে বাকিদেরও এগিয়ে আসার আহ্বানও জানিয়েছেন দাদারাও।

তিনি মনে করেন, মাত্র এক লাখ মানুষ যদি গর্ত ভরাট করার দায়িত্ব নেন, খুব তাড়াতাড়ি গোটা দেশের রাস্তা গর্তমুক্ত হবে।

এসি