ঢাকা, মঙ্গলবার   ০৮ জুলাই ২০২৫,   আষাঢ় ২৪ ১৪৩২

হাজারতম টেস্টে হারের শঙ্কায় ইংল্যান্ড

প্রকাশিত : ১১:২১ পিএম, ৩ আগস্ট ২০১৮ শুক্রবার

ভারত ও ইংল্যান্ডের মধ্যকার এজবাস্টন টেস্টের তৃতীয় দিনেই জয়ের স্বপ্ন দেখছে বিরাট কোহলির ভারত। হাজারতম টেস্টকে স্মরণীয় করে রাখতে পারছেন না তারা।

দ্বিতীয় ইনিংসে ইশান্ত শর্মার গতি আর রবিন্দ্রচন্দ্রন অশ্বিনের ঘূর্ণির সুবাধে ইংল্যান্ড ১৮০ রানেই গুটিয়ে যায়। তাই হাতে ২ দিন রেখে ইংলিশদের ঐতিহাসিক সহস্রতম টেস্টে জয় তুলে নিতে ভারতের দরকার মাত্র ১৯৪ রান।

ইশান্ত নিয়েছেন ৫ উইকেট, অশ্বিন ৩টি। এর আগে ব্যাটিং চলাকালে মধ্যাহ্ন বিরতির সময় স্কোরবোর্ডে ৮৬ রান তুলতেই ৬ উইকেট হারানো ইংল্যান্ড কিছুটা লড়িয়ে পুঁজি পায় ক্যারিয়ারের দ্বিতীয় টেস্ট খেলতে নামা স্যাম কারেনের ৬৩ রানের ইনিংসে।

ভারতের ইনিংসে এই কারেন বল হাতে ছিলেন দুর্দান্ত। ৫২ রানে ৪ উইকেট তুলে নিয়েছেন তিনি। তিনি ছাড়া হাজারতম টেস্টে আর কেউ লড়তে পারেনি।

এমএইচ/