সিএনজি অটোরিকশার ধাক্কায় মুন্সীগঞ্জে শিশুর মৃত্যু
প্রকাশিত : ১১:৩৭ পিএম, ৩ আগস্ট ২০১৮ শুক্রবার

মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার ঢাকা-দোহার মহাসড়কে সিএনজি অটোরিকশার ধাক্কায় আরিফা আক্তার (৯) নামের তৃতীয় শ্রেণির এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। আজ শুক্রবার বিকেলে উপজেলার রাত্রীখাল ইউনিয়নের দামলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আরিফা দামলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী ও দামলা এলাকার মনির হোসেনের মেয়ে।
শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আলমগীর হোসেন জানান, বন্ধুর খোঁজে বাড়ির কাছের রাস্তার পাশে ঘোরাঘুরি করছিল আরিফা। এ সময় শ্রীনগর থেকে বালাশুরগামী একটি সিএনজি অটোরিকশা তাকে ধাক্কা দেয়। তাৎক্ষণিক স্থানীয়রা আরিফাকে ষোলঘর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ওসি আরও জানান, উত্তেজিত জনতা সুরুজ (৩০) নামের ওই সিএনজি চালককে গণপিটুনি দিয়েছে। আহত অবস্থায় সুরুজকে ঢাকার মিডফোর্ট হাসপাতালে ভর্তি করা হয়েছে। সিএনজি আটোরিকশাটি পুলিশের হেফাজতে আছে।
এসএইচ/