ঢাকা, শনিবার   ১২ জুলাই ২০২৫,   আষাঢ় ২৮ ১৪৩২

কারাগারের দুঃসহ স্মৃতির বর্ণনা দিলেন তামিমি

প্রকাশিত : ১১:৫২ পিএম, ৩ আগস্ট ২০১৮ শুক্রবার

সম্প্রতি ইসরায়েলি কারাগার থেকে মুক্তি পেয়েছেন ফিলিস্তিনি তরুণী আহেদ তামিমি। কারাগার থেকে মু্ক্তি পাওয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সেখানো কাটানো সুঃসহ স্মৃতির কথা তুলে ধরেন তিনি।

তামিমি বলেন, সেখানকার কারাগারে কর্তৃপক্ষ তার হাতে হাতকড়া ও পায়ে বেড়ি পরিয়ে রাখতো। তার মায়ের সঙ্গেও একই ব্যব্হার করে কারা কর্তৃপক্ষ।

কারাগারের বর্ণনা দিতে গিয়ে তামিমি বলেন, জেলে লোকজন বেশি থাকার কারণে আমি ঠিকমতো টয়লেটে যেতে পারছিলাম না। সেখানকার মেয়েরা  মেঝেতে ঘুমাতো।

সেলের ভেতরে আমরা নড়াচড়াটাও করতে পারতাম না। হাঁটা তো দূরের কথা। কারাগারেই ওই সেলে জানালাও ছিল না। যখন আমি জেগে উঠতাম তখন মনে হতো আমি নিঃশ্বাস নিতে পারছি না।

জিজ্ঞাসাবাদকারীরা আমাকে বার বার হুমকি দিয়ে বলতো তারা আমার পরিবারের ক্ষতি করবে।

একজন আমাকে অপদস্ত করেছে। উনি বলেছিলেন, আমার চুল সুন্দর। এ ধরনের আরো মন্তব্য করেছেন উনি।

 

এমএইচ/ এসএইচ/