ঢাকা, মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪,   বৈশাখ ১০ ১৪৩১

মানুষজন নামায়া দাও ভালো করেঃ খসরু

প্রকাশিত : ০৫:০৪ পিএম, ৪ আগস্ট ২০১৮ শনিবার | আপডেট: ০৫:১০ পিএম, ৪ আগস্ট ২০১৮ শনিবার

`কুমিলার বদলে ঢাকা যাও। মানুষজন নামায়া দাও ভালো করে। তোমাদেরকে তো চিনে না। তোমাদের বন্ধুবান্ধবদের নিয়ে ঢাকায় দুই চারশ পাঁচশ জয়েন করে যাও`- নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের মাঝে বিএনপি কর্মীদের অনুপ্রবেশ করাতে দলীয় এক কর্মীকে এভাবেই নির্দেশনা দিচ্ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ। শিক্ষার্থীদের আন্দোলনে অপরিচিত বিএনপি কর্মীদের যুক্ত হয়ে রাজপথে নামতেই এমন তাগিদ দিচ্ছিলেন সাবেক বাণিজ্য মন্ত্রী আমির খসরু মাহমুদ।

রাজধানীতে দুই কলেজ শিক্ষার্থীর বাস চাপায় নিহত হওয়ার পর থেকেই আন্দোলন করছে স্কুল ও কলেজের শিক্ষার্থীরা। নিরাপদ সড়কের দাবিতে চলমান এই আন্দোলন রাজধানী ছাড়িয়ে পৌঁছে গেছে জেলা পর্যায়েও।

প্রায় এক সপ্তাহ যাবত চলমান এই আন্দোলনের ওপর ভর করে কোন পক্ষ নিজেদের সার্থ হাসিল করবে এমন অভিযোগ শোনা যাচ্ছিল আরও আগে থেকেই। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক যোগাযোগ ও সেতু মন্ত্রীও সম্প্রতি দাবি করেছিলেন যে,  বিএনপি এই আন্দোলনে ভর করে নিজেদের রাজনৈতিক সার্থ হাসিল করবে। আমির খসরু মাহমুদের এমন নির্দেশনায় সেটিই যেন সত্য হতে দেখা যাচ্ছে।

এছাড়াও সামাজিক যোগাযোগ মাধ্যমকে কাজে লাগিয়ে কর্মকান্ড এগিয়ে নিতেও বলে আমির খসরু মাহমুদ।

আজ শনিবার আমির খসরু মাহমুদের সাথে জনৈক এক বিএনপি কর্মীর মধ্যেকার ঐ টেলিফোন কথোপকথনটি ফাঁস হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমসহ অনলাইন জগতে দ্রুত তা ভাইরালও হয়ে যায়। ঐ টেলিফোন বার্তায় এক ব্যক্তি আমির খসরুকে ফোন করলে তিনি নিজে থেকেই বিএনপি কর্মীদের আন্দোলনে যোগ দেওয়ার দিক নির্দেশনা দেন। ঐ ব্যক্তি নিজেকে ‘নওমি’ বলে পরিচয় দেয় এবং আমির খসরুকে ‘আংকেল’ বলে সম্বোধন করে। কথোপকথের এক পর্যায়ে কুমিল্লা বা হাইওয়ে বাদ দিয়ে চার থেকে পাঁচশ রাজনৈতিক কর্মী নিয়ে রাজধানীতে ছাত্রদের সাথে মিশে যেতে বলতে শোনা যায় আমির খসরুকে।

টেলিফোন কথোপকথনটি ছিল এমনঃ

রিং...রিং...রিং...

খসরুঃ হ্যালো।

নওমিঃ  আংকেল ভালো আছেন?

খসরুঃ হ্যাঁ আছি ভালো। তোমরা কী এতে ইনভলভ ঠিনভলভ হচ্ছো নাকি?

নওমিঃ জ্বি জ্বি আংকেল। কুমিল্লা আসলাম আরকি।

খসরুঃ কুমিল্লা না। ইয়ে... নামায়া দাও না। তোমাদের মানুষজন সব নামায়া দাও না।  

নওমিঃ হ্যাঁ হ্যাঁ

খসরুঃ বুঝছো? এখানে না করে কুমিল্লার বদলে ঢাকায় যাও।

নওমিঃ জ্বি জ্বি আংকেল...

খসরুঃ ঢাকায় যাও। মানুষজন নামায়া দাও ভালো করে। আর তোমরাও নেমে যাও। তোমাদেরকে তো চেনে না...

নওমিঃ না...না...না...
খসরুঃ তোমাদের বন্ধুবান্ধব নিয়ে তোমরা সব নাইমা পর না ঢাকায়।

নওমিঃ কনট্যাক্ট করতেছি সবার সাথে...

খসরুঃ কনট্যাক্ট করো। কখন আর কনট্যাক্ট করবা। এখন তো টাইম। নাইলে আর কবে? এখন নামতে না পারলে তো একটা ‘ডাই ডাউন’ করে যাবে।

নওমিঃ এটাকে লাইভ রাখতে হবে।

খসরুঃ তোমরা কিন্তু অতো পরিচিত মুখ না। তোমরা বন্ধুবান্ধব নিয়ে ওদের সাথে নাইমা যাও না।

নওমিঃ আংকেল এইখানে হাইওয়েতে একটু নামছিল। ঢাকা চিটাগাং হাইওয়েতে। এমপি সাহেব এসে সবাইকে উঠায়া দিছে।

খসরুঃ কোন অসুবিধা নাই। ঢাকায় নামায়া দাও ঢাকায়। ঢাকায় হইলে পুরা দেশে এমনেই হবে। তোমরা ঢাকায় এসে... ওখানে তো কুমিল্লায় দরকার নাই আমার।

নওমিঃ জ্বি জ্বি।

খসরুঃ তোমরা ঢাকায় এসে বন্ধুবান্ধব নিয়ে দুই চারশ পাঁচশ জন এসে ওদের সাথে জয়েন করে যাও।

নওমিঃ জ্বি জ্বি আংকেল। এমনে সবাই সম্মতি জানাচ্ছে।

খসরুঃ সম্মতি দিয়ে কী হবে যদি রাস্তায় না নামো। তোমাদের মতো যারা আছে ওদের নিয়ে নাইমা যাও না।

নওমিঃ জ্বি জ্বি আংকেল। আংকেল আরেকটা ঐ যে ছোট্ট ...

খসরুঃ ফেসবুকে পোস্টিং ঠোস্টিং করো সিরিয়াসলি।

নওমিঃ হ্যাঁ এটা করতেছি, এটা করতেছি। এটাতে অ্যাকটিভ আছে সবাই। আমি আসতেছি আংকেল। কাল পরশু আসতেছি।

খসরুঃ আচ্ছা এগুলা কর। কুমিল্লা বসে থেকে লাভ কি?    

তবে এই কথোপথনটি ঠিক কোন দিনের আর টেলিফোনকারী হিসেবে পরিচয় দেওয়া নওমি`র পূর্ণ পরিচয় এখনও জানা যায়নি।  

কথোপকথের অডিও লিঙ্কঃ

https://www.facebook.com/Raazveer/videos/2342044062473238/