ঢাকা, বুধবার   ১৪ মে ২০২৫,   বৈশাখ ৩১ ১৪৩২

ড্রোন হামলা

অল্পের জন্য বেঁচে গেলেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট

প্রকাশিত : ১২:৫৩ পিএম, ৫ আগস্ট ২০১৮ রবিবার

ভেনেজুয়েলার কারাকাসে সামরিক বাহিনীর অনুষ্ঠানে ড্রোন হামলা থেকে অল্পের জন্য প্রাণে বেঁচে গেলেন দেশটির প্রেসিডেন্ট ও বামপন্থী নেতা নিকোলাস মাদুরো। তবে তিনি অক্ষত রয়েছেন। এ ঘটনায় সাত সেনা সদস্য আহত হয়েছে বলে জানিয়েছে দেশটির যোগাযোগমন্ত্রী জর্জ রদ্রিগেজ।
এদিকে এ ঘটনায় জড়িত সন্দেহে কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে বিবিসি। প্রতিবেদনে আরও বলা হয়েছে, গতকাল শনিবার দেশটির সেনাবাহিনীর ৮১তম বার্ষিকীর অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময়ে মাদুরো এই হামলার শিকার হন। এ সময় বিস্ফোরক ভর্তি দুটি ড্রোন প্রেসিডেন্ট মঞ্চের কাছাকাছি দিয়ে উড়ে যায়।
এ ঘটনার পর পরই জাতির উদ্দেশে প্রেসিডেন্ট মাদুরো বলেন, ‘একটি উড়ন্ত বস্তু আমার সামনে বিস্ফোরিত হয়। এটা বড় বিস্ফোরণ ছিল। এর কিছুক্ষণ পর আরও একটি বিস্ফোরণ ঘটে।’
এই হামলার জন্য কলম্বিয়াকে দায়ী করেছেন মাদুরো। তবে তার এই অভিযোগ `ভিত্তিহীন` বলে উড়িয়ে দিয়েছে দেশটি।
সরাসরি সম্প্রচারিত ফুটেজে দেখা গেছে, খোলা মাঠে সামরিক বাহিনীর অনুষ্ঠানে বক্তব্য রাখার সময়ে প্রেসিডেন্ট ও অন্য কর্মকর্তারা হঠাৎ করে উপরের দিকে তাকিয়ে সচকিত হয়ে ওঠেন। সেই সময়ে বন্ধ হয়ে যায় টেলিভিশনের অডিও। ছোটাছুটি শুরু করে সারিবদ্ধভাবে দাঁড়ানো সেনা সদস্যরা। বড় ধরনের বিস্ফোরণের শব্দও শোনা যায় সেই সময়ে।
গত মে মাসে ভেনেজুয়েলায় অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে পরবর্তী ছয় বছরের জন্য আবারও নির্বাচিত হন মাদুরো। নির্বাচনে জালিয়াতির অভিযোগ উঠলেও দ্বিতীয় মেয়াদে নির্বাচিত হন তিনি।
সূত্র : বিবিসি
এসএ/