ঢাকা, শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪,   বৈশাখ ৫ ১৪৩১

‘কোনো নির্দেশনা নয় কারিগরি ত্রুটিতে ইন্টারনেট বিঘ্নিত হয়েছে’

প্রকাশিত : ০৭:৩৮ পিএম, ৫ আগস্ট ২০১৮ রবিবার

কোনো প্রকার নির্দেশনা নয়, কারিগরি ত্রুটির কারণেই মোবাইল ইন্টারনেট সেবা বিঘ্নিত হচ্ছে বলে দাবি করেছে টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি।

বিটিআরসির জ্যেষ্ঠ সহকারী পরিচালক (মিডিয়া উইং) জাকির হোসেন খান রোববার গণমাধ্যমকে বলেন, ‘কারিগরি ত্রুটির কারণে সারাদেশে মোবাইল ইন্টারনেটে সমস্যা দেখা দিয়েছে। কর্তৃপক্ষ গ্রাহকদের এ সমস্যা সমাধান করতে কাজ করছে।’

নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা গুজব ছড়ানোর প্রেক্ষাপটে ইন্টারনেটে এই ‘কারিগরি ত্রুটি’ দেখা দেয়। শনিবার সন্ধ্যার পর মোবাইল ইন্টারনেটের ফোর জি ও থ্রি-জি সেবা বন্ধ করে দেওয়া হয়।

নাম প্রকাশে অনিচ্ছুক মোবাইল অপারেটরগুলোর একাধিক কর্মকর্তা গণমাধ্যমকে  জানিয়েছিলেন, ইন্টারনেটের গতি ১.২৮ কেবিপিএসে নামানোর ‘নির্দেশনা দেওয়া হয়েছে’ তাদের।

তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞরা বলেছেন, ১.২৮ কেবিপিএসে ফেইসবুকে ছবি আপলোড করা সম্ভব হবে না। অন্যান্য ওয়েবসাইট দেখতেও গ্রাহকদের বেশ ভোগান্তিতে পড়তে হবে।

কেআই/ এসএইচ/