ঢাকা, শনিবার   ২০ এপ্রিল ২০২৪,   বৈশাখ ৬ ১৪৩১

কঙ্গোতে ফের ইবোলা মহামারির হানা: ৩৩ জনের মৃত্যু

প্রকাশিত : ১২:১০ পিএম, ৬ আগস্ট ২০১৮ সোমবার

ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোতে নতুন করে ইবোলা মহামারি দেখা দিয়েছে। এতে দেশটির পূর্বাঞ্চলে ইতোমধ্যে ৩৩ জন মারা গেছেন। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের উদ্ধৃতি দিয়ে শনিবার বার্তা সংস্থা এএফপি এ খবর দেয়।

এর মধ্যে আগস্ট মাসে ১৩ জন নতুন করে আক্রান্ত হয়েছে দেশটির উত্তর কিভু প্রদেশে। স্বাস্থ্য মন্ত্রনালয়ের বুলেটিনে বলা হয়, আক্রান্ত ১৩ জনের মধ্যে তিন জনের মৃত্যু নিশ্চিত করা হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)-র একজন কর্মকর্তা বলেন, ডিআর কঙ্গোর ‘যুদ্ধ এলাকায়’ ইবোলা আক্রান্তদের রোগ-প্রতিরোধ কার্যক্রম পরিচালনা করা কঠিন চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

ডব্লিউএইচও জরুরি সেবা কার্যক্রম প্রধান কর্মকর্তা পিটার সালামা বলেন, ডব্লিউএইচও’র কর্মীরা বিবদমান সশস্ত্র গ্রুপের কমপক্ষে ১শত দলের কাছে স্বাস্থ্য সেবা পৌছাতে চেষ্টা করে যাচ্ছে। যাদের মধ্যে ২০টি গ্রুপ খুব সচল রয়েছে।’দেশটির উত্তর-পশ্চিম প্রদেশ ইশাটারে ইবোলা আক্রান্ত হয়ে ৩৩ জনের মৃত্যুর প্রায় সপ্তাহ খানেক পর ডব্লিউএইচও এবং দেশটির প্রশাসন পূর্বাঞ্চলের উত্তর কিভুতে ইবোলা আক্রান্ত হবার কথা জানান।

এমজে/