ঢাকা, শুক্রবার   ০৩ মে ২০২৪,   বৈশাখ ১৯ ১৪৩১

মেহেরপুরে কবুতর পালন করে অনেকেই স্বাবলম্বী(ভিডিও)

প্রকাশিত : ১২:১৬ পিএম, ৬ আগস্ট ২০১৮ সোমবার

মেহেরপুরে কবুতর পালন করে স্বাবলম্বী হচ্ছে অনেক বেকার যুবক। এক সময়ের সৌখিনতা বদলে দিয়েছে অনেকেরই ভাগ্য। কর্মসংস্থানও হয়েছে অনেকের। তবে খামারীরা বলছেন, সঠিক প্রশিক্ষণ না পাওয়া এবং বাজার সৃষ্টি না হওয়ায় ন্যায্যমূল্য থেকে বঞ্চিত হচ্ছেন তারা।

মেহেরপুরের গাংনী উপজেলার থানাপাড়ার মফিজুর রহমান শখের বসেই দেশী কবুতর পালন শুরু করেন।  এখন তিনি পুরোদস্তুর কবুতর ব্যবসায়ী।

কবুতর পালনের এক পর্যায়ে ৩০ হাজার টাকার বিদেশী কবুতর কিনে খামার গড়ে তোলেন। মাত্র চার বছওে বিক্রি করেন ১০ লাখ টাকার কবুতর। এখন তার খামারে রয়েছে প্রায় তিন লাখ টাকার কবুতর।

মফিজের মতো কবুতরের খামার গড়েছেন স্থানীয় অনেক বেকার যুবক ও অবসরপ্রাপ্তরা। কবুতরের বাচ্চা বিক্রি করে মাসে ২০-২৫ হাজার টাকা আয় করছেন তারা।

খামারিরা বলছেন, প্রশিক্ষণ না থাকায় অনেক সময় বিপাকে পড়তে হয় তাদের। আবার নির্দিষ্ট বাজার গড়ে না ওঠায় লোকসানেও পড়তে হয় খামারিদের।

কবুতর পালনে প্রশিক্ষণসহ বাজার সৃষ্টির আশ্বাস দিয়েছেন জেলা প্রাণি সম্পদ বিভাগ।

কবুতরের খামার গড়ে সাবলম্বী হওয়ার পাশাপাশি অর্থনীতিতে ভূমিকা রাখা সম্ভব বলে মনে করেন খামারিরা।