ঢাকা, শনিবার   ১৯ জুলাই ২০২৫,   শ্রাবণ ৪ ১৪৩২

কাল থেকে দেওয়া হবে বাসের অগ্রিম টিকিট

প্রকাশিত : ০৫:৩৫ পিএম, ৬ আগস্ট ২০১৮ সোমবার

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দূরপাল্লার বাসের অগ্রিম টিকিট আগামীকাল মঙ্গলবার সকাল থেকে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাস ওনার্স অ্যাসোসিয়েশন। আজ সোমবার এ সিদ্ধান্ত নেওয়া হয়।

রোববার বাসের অগ্রিম টিকিট দেওয়ার দিন ধার্য ছিল। কিন্তু দূর পাল্লার বাস বন্ধ থাকায় টিকিট দেওয়ার সিদ্ধান্ত স্থগিত করা হয়।
বাংলাদেশ বাস ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি ফারুক তালুকদার সাংবাদিকদের বলেন, রোববার বাসের টিকিট দেওয়ার দিন ঠিক করা ছিল। কিন্তু দেশে ছাত্রদের আন্দোলনের কারণে দূর পাল্লার বাস বন্ধ থাকায় ওই দিন বাসের টিকিট দেওয়া স্থগিত করা হয়। আগামীকাল মঙ্গলবার বাসের অগ্রিম টিকিট দেওয়া শুরু হবে।

কেআই/  এসএইচ/