ঢাকা, সোমবার   ২৯ এপ্রিল ২০২৪,   বৈশাখ ১৬ ১৪৩১

কলকাতার দাদা বাবু চঞ্চল

প্রকাশিত : ০৮:৩৮ এএম, ৭ আগস্ট ২০১৮ মঙ্গলবার

চঞ্চল চৌধুরীকে প্রতি ঈদেই ভিন্নমাত্রার ধারাবাহিকে দেখা যায়। আসছে ঈদে তিনি অভিনয় করছেন ইমরাউল রাফাত পরিচালনায় ‘কলকাতার দাদা বাবু’ ধারাবাহিকে। এরই মধ্যে রাজধানীর পুরান ঢাকায় নাটকটির দৃশ্যধারণের কাজ শেষ হয়েছে।
ধারাবাহিকটিতে অভিনয় প্রসঙ্গে চঞ্চল চৌধুরী বলেন, ‘ঈদ এলে তো দর্শকের বিনোদনের কথা ভেবে সবসময় হাস্যরসাত্মক গল্পের নাটকে অভিনয় করার চেষ্টা করি। কিন্তু কলকাতার দাদা বাবু নাটকের গল্প বেশ সিরিয়াস। এতে আমি কলকাতার দাদা বাবুর চরিত্রে অভিনয় করছি। চরিত্রটি আমি বেশ উপভোগ করেছি। দর্শক নাটকটি বেশ ভালোলাগা নিয়ে উপভোগ করবেন বলে আশা করছি।’

আগামী ঈদে একটি স্যাটেলাইট চ্যানেলে নাটকটি প্রচার হবে বলে জানিয়েছেন পরিচালক। এই নাটকটি ছাড়াও ঈদে আরও দুটি ঈদ ধারাবাহিকে দেখা যাবে চঞ্চল চৌধুরীকে। নাটক দুটি হচ্ছে ‘হিরো যখন ভিলেন’ এবং ‘চরিত্র স্ত্রী’। নির্মাণ করেছেন মাসুদ সেজান।

পাশাপাশি মোস্তফা সরয়ার ফারুকীর পরিচালনায় ‘আয়েশা’ টেলিছবিতে অভিনয় করেছেন এই অভিনেতা। এতে তার সহশিল্পী নুসরাত ইমরোজ তিশা।
এসএ/