ঢাকা, মঙ্গলবার   ১৩ মে ২০২৫,   বৈশাখ ৩০ ১৪৩২

শ্রীপুরে ট্রেনে কাটা পড়ে একজনের মৃত্যু

প্রকাশিত : ১২:৪২ পিএম, ৭ আগস্ট ২০১৮ মঙ্গলবার

গাজীপুরের শ্রীপুর উপজেলায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক ব্যক্তির (৫০) মৃত্যু হয়েছে। শ্রীপুর স্টেশন মাস্টার সাইদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

মঙ্গলবার সকাল ৯টার দিকে শ্রীপুর রেল স্টেশনের দক্ষিণ ইয়ার্ডে এ ঘটনা ঘটে।

স্টেশন মাস্টার সাইদুর রহমান জানান, মঙ্গলবার সকালে ঢাকাগামী ভাওয়াল এক্সপ্রেস ট্রেন শ্রীপুর স্টেশন অতিক্রম করার সময় দক্ষিণ ইয়ার্ডে এক ব্যক্তি কাটা পড়ে ঘটনাস্থলেই নিহত হন। তার নাম পরিচয় পাওয়া যায়নি। নিহতের পড়নে চেক শার্ট ও সাদা লুঙ্গী ছিল বলে জানান স্টেশন মাস্টার।

একে//