ঢাকা, মঙ্গলবার   ৩০ এপ্রিল ২০২৪,   বৈশাখ ১৬ ১৪৩১

অর্থ সংকটে নাটোরের চামড়া ব্যবসায়ীরা(ভিডিও)

প্রকাশিত : ০৪:১৪ পিএম, ৭ আগস্ট ২০১৮ মঙ্গলবার

বিশ্ববাজারে চামড়ার দাম কমে যাওয়ার অজুহাতে ট্যানারি মালিকরা পাওনা পরিশোধ না করায়, অর্থ সংকটে নাটোরের চামড়া ব্যবসায়ীরা।

ফলে এবারের ঈদে বিপুল পরিমাণ পশুর চামড়া সংগ্রহ নিয়ে শংকায় রয়েছেন তারা।

ব্যবসায়ীরা বলছেন, ট্যানারীগুলো বকেয়া পরিশোধ না করা পর্যন্ত চামড়া কেনা-বেচার প্রস্তুতি নেয়া সম্ভব হচ্ছে না।

নাটোর প্রতিনিধি নবীউর রহমান পিপলুর সহায়তায় আরো জানাচ্ছেন রাসেদুল আলম রাসেল।

 

নাটোরের অন্যতম প্রধান বাণিজ্যিক শিল্প চামড়া। এখানকার মোকামে সারাবছর তো বটেই, বিশেষ করে কোরবানী ঈদে বেড়ে যায় ব্যস্ততা। তবে এবার চামড়া সংগ্রহ নিয়ে শংকায় রয়েছেন ব্যবসায়ীরা। তারা বলছেন, ঢাকার ট্যানারী মালিকরা এখনো পাওনা পরিশোধ করেননি।

 

নাটোর চামড়া ব্যবসায়ী মালিক সমিতি বলছে, মূলত ট্যানারীর উপরই নির্ভরশীল এখানকার ব্যবসায়ীরা। পাওনা টাকা পেলে তবেই মোকামে কেনা-বেচার প্রস্ততি নেয়া হবে বলে জানান তারা।

 

সময়মতো পদক্ষেপ না নিলে এবারে চামড়ার বাজারমূল্যে নেতিবাচক প্রভাব পড়তে পারে বলে আশংকা ব্যবসায়ীদের।

 

চামড়ার লোকসান ঠেকাতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত উদ্যোগ নেয়ার দাবি জানিয়েছেন নাটোরের ব্যবসায়ীরা।