ঢাকা, বৃহস্পতিবার   ০৮ মে ২০২৫,   বৈশাখ ২৪ ১৪৩২

রাজধানীর ডেমরা থেকে ৩৫ লাখ টাকার নকল মবিল উদ্ধার

প্রকাশিত : ০৬:৪৪ পিএম, ৩০ জুলাই ২০১৬ শনিবার | আপডেট: ০৬:৪৪ পিএম, ৩০ জুলাই ২০১৬ শনিবার

রাজধানীর ডেমরায় অভিযান চালিয়ে ৩৫ লাখ টাকার নকল মবিল উদ্ধার করেছে র‌্যাব। গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে ডেমরার বিভিন্ন কারখানায় অভিযান চালায় র‌্যাব সদস্যরা। সেখান থেকেই এসব নকল মবিল উদ্ধার করে তারা। র‌্যাব জানায়, কিছু অসাধু ব্যবসায়ী পোড়া মবিল, কেরোসিন ও প্লাস্টিক পলিমার দিয়ে নকল মবিল তৈরি করে বিভিন্ন ব্রান্ডের নামে বাজারজাত করছে। যা ব্যবহার করে বিভিন্ন যানবাহনের ইঞ্জিনের ক্ষতি হচ্ছে। এসময় ভূয়া কারখানাগুলোকে সিলগালা করে দেয়া হয়। এছাড়া এক ব্যবসায়ীকে জরিমানা করা হয় ৮ লাখ টাকা।