হাসপাতালে নেওয়া হয়েছে শহিদুলকে
প্রকাশিত : ১১:৪৬ এএম, ৮ আগস্ট ২০১৮ বুধবার | আপডেট: ১১:৫৯ এএম, ৮ আগস্ট ২০১৮ বুধবার

শিক্ষার্থীদের আন্দোলন চলাকালে সামাজিক যোগাযোগ মাধ্যমে উস্কানি দেওয়ার অভিযোগে গ্রেফতার হওয়া প্রখ্যাত আলোকচিত্রী ড. শহিদুল আলমকে হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। আজ বুধবার সকাল নয়টার দিকে তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) স্থানান্তর করেছেন বলে জানিয়েছেন দৃক গ্যালারির মহাব্যবস্থাপক এ এস এম রেজাউর রহমান।
রেজাউর বলেন, রাজধানী ঢাকায় পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) কার্যালয় থেকে আজ সকালে শহিদুল আলমকে হাসপাতালে নেওয়া হয়েছে। তথ্যপ্রযুক্তি আইনে করা মামলায় রিমান্ডে থাকা আলোকচিত্রী শহিদুল আলমকে চিকিৎসা ও স্বাস্থ্য পরীক্ষার জন্য অবিলম্বে বিএসএমএমইউয়ে পাঠাতে গতকাল মঙ্গলবার নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট।
গত রোববার রাতে ধানমন্ডির বাসা থেকে আলোকচিত্রী শহিদুলকে আটক করে ডিবি। এরপর শহিদুলের বিরুদ্ধে সরকারের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে তথ্যপ্রযুক্তি আইনে ওই মামলা হয়।
এমজে/