আফতাব হত্যাকাণ্ডে সাবেক এমপি তৃপ্তি গ্রেপ্তার
প্রকাশিত : ১১:৫১ পিএম, ৮ আগস্ট ২০১৮ বুধবার

অধ্যাপক আফতাব আহমেদ হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে বিএনপির সাবেক সংসদ সদস্য মফিকুল হাসান তৃপ্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঢাকার বনানীর বাসা থেকে বুধবার বিকালে তাকে গ্রেপ্তার করা হয়।
সিআইডির বিশেষ সুপার এনামুল কবির বলেন, “ইতোপূর্বে গ্রেপ্তার হওয়া চারজনের তথ্যের ভিত্তিতে তাকে (তৃপ্তি) গ্রেপ্তার করা হয়েছে। তাকে দীর্ঘদিন ধরে আমরা খুঁজছিলাম।”
২০০৬ সালের ২৬ সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফুলার রোডে শিক্ষকদের আবাসিক ভবনে একদল দুর্বৃত্ত ঢুকে ড্রয়িংরুমে গুলি করে ড. আফতাবকে হত্যা করে।
তখন রমনা থানায় একটি হত্যা মামলা হয় পরিবারের পক্ষ থেকে। পরে মামলাটি পুলিশ ও ডিবি পুলিশ হয়ে সিআইডিতে হস্তান্তর হয়।
বিএনপির এক সময়ের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক তৃপ্তি যশোরের শার্শা থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।
জরুরি অবস্থা জারির পর ২০০৮ সালে ‘সংস্কারপন্থি’ হিসেবে চিহ্নিত হওয়ায় তাকে বহিষ্কার করেছিল বিএনপি। সম্প্রতি তিনি আবার স্থানীয় রাজনীতিতে আবার সক্রিয় হয়েছিলেন।
এসি