
একুশে টেলিভিশনের প্রধান সম্পাদক ও প্রধান নির্বাহী মনজুরুল আহসান বুলবুল বাংলাদেশ ফেডারেল সাংবাদিক উইনিয়নের সভাপতি নির্বাচিত হওয়ায় তাকে অভিনন্দন জানিয়েছেন একুশের সাংবাদিক, কর্মকর্তা, কর্মচারীরা ও কলাকুলশীরা।
মনজুরুল আহসান বুলবুল শনিবার একুশে কার্যালয়ে এলে তাকে এ অভিনন্দন জানানো হয়। বার্তা বিভাগে সাংবাদিক ও কলাকুশলীরা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন ও সাংবাদিকদের অধিকার রক্ষায় কাজ করে যাওয়ার অঙ্গীকার করেন তিনি। সেই সঙ্গে সহকর্মীদেরকে নিরপেক্ষতা বজায় রেখে দায়িত্ব পালনের আহবান জানান। ভোট দিয়ে পেশার মর্যাদা রক্ষা করায় সাংবাদিক সমাজের প্রতি কৃতজ্ঞতাও জানান মনজুরুল আহসান বুলবুল। এছাড়াও অনুষ্ঠান, বিপনন ও প্রশাসনসহ বিভিন্ন বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা তাকে অভিনন্দন জানান। মনজুরুল আহসান বুলবুল, শুক্রবার বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজে নির্বাচনে বিপুল ভোটে সভাপতি নির্বাচিত হন