গাজায় ইজরায়েলের বিমান হামলা
অন্তসত্ত্বা নারী ও শিশুসহ নিহত ৩
প্রকাশিত : ০৫:৪৩ পিএম, ৯ আগস্ট ২০১৮ বৃহস্পতিবার

ফিলিস্তিনের গাজায় ইজরায়েলী বিমান ও আর্টিলারী হামলায় তিনজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে এক অন্তসত্ত্বা নারী ও তার ১৮ মাস বয়সী এক শিশু সন্তানও রয়েছে। নিহত হওয়া অপর ব্যক্তি হচ্ছেন হামাসের সশস্ত্র সংগঠনের এক সদস্য।
গতকাল বুধবারের দিবাগত রাতে গাজায় এই হামলা চালায় ইজরায়েলী বিমান ও স্থল বাহিনী। প্রায় ১৪০টি বোমা ও আর্টিলারী ক্ষেপনাস্ত্র হামলা করে ইজরায়েলী পক্ষ। তবে এই হামলার জন্য একে অপরকে দায়ী করেছে ইজরায়েল ও ফিলিস্তিনের স্বাধীনতার জন্য লড়াই করে আসা সশস্ত্র সংগঠন হামাস।
ইজরায়েল বলছে, ফিলিস্তিনের উপকূল এলাকা থেকে দেশটিতে ১৫০টিরও বেশি রকেট হামলা চালায় হামাস। এতে ইজরায়েলের ছয় নাগরিক আহত হন। এরই জবাবে ফিলিস্তিন অংশে এই হামলা চালায় তারা। অপরদিকে হামাসের দাবি, ইজরায়েলী হামলার জবাব দিতেই রকেট হামলা চালায় সংগঠনটি।
তবে যে যার বিরুদ্ধেই অভিযোগ করুক না কেন, ফিলিস্তিনের বিরুদ্ধে আরও বড় ধরণের হামলার জন্য প্রস্তুতি নিতে শোনা যাচ্ছে ইজরায়েলকে। আজ বৃহস্পতিবার এ বিষয়ে ইজরায়েলী সেনা শাখা থেকে হামাসের প্রতি সতর্কতাও জারি করা হয়। আর ইজরায়েলী সরকারের কয়েকটি সূত্রের বরাত দিয়ে দেশটির গণমাধ্যম বলছে যে, গাজা সীমান্তে হামাসকে লক্ষ্য করে বড় ধরণের হামলার পরিকল্পনা করছে ইজরায়েল।
ইজরায়েলী সেনাবাহিনীর পক্ষ থেকে এক টুইট বার্তায় বলা হয়, “যেভাবে এসব ঘটনা ঘটছে তা বেশ চমকপ্রদ। আগামী কয়েক ঘন্টা সময়ে হামাস বুঝবে যে, এটা এমন একটা পন্থা যা হামাস পছন্দ করবে না”।
প্রায়ই একই সুরে ইজরায়েলী রেডিও’তে বক্তব্য দিয়েছেন দেশটির মন্ত্রীসভার সদস্য ইউভাল স্তেইনিজ। তিনি বলেন, “আমরা যুদ্ধের জন্য মুখিয়ে নেই। সীমান্ত উত্তেজনাও চাই না আমরা। কিন্তু এমনটা হতেও পারে কারণ আমরা হামাসকে কোন ধরণের ছাড় দেব না”।
এদিকে ইজরায়েলের হামলার ঘটনায় ফিলিস্তিনের বার্তা সংস্থা ওয়াফা ১২ জন ফিলিস্তিনের গুরুতর আহত হওয়ার খবর নিশ্চিত করেছে। ইজরায়েল এবং হামাসের মধ্যে এমন এক সময়ে এই রকেট বিনিময় হলো যখন জাতিসংঘ এবং মিশর দুই পক্ষের মধ্যে শান্তি স্থাপনের লক্ষ্যে কাজ করে যাচ্ছে।
সূত্রঃ আল জাজিরা
//এস এইচ এস//