ঢাকা, শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪,   বৈশাখ ১২ ১৪৩১

বেনাপোলে ৬২৪ স্বর্ণের বারসহ পাচারকারী আটক

প্রকাশিত : ০৯:০৫ এএম, ১০ আগস্ট ২০১৮ শুক্রবার

যশোরের বেনাপোলে ৬২৪টি স্বর্ণের বারসহ মহিউদ্দিন (৩৫) নামে এক স্বর্ণ পাচারকারীকে আটক করেছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। জব্দকৃত ৭২ কেজি ৭৫৯ গ্রাম সোনার আনুমানিক বাজার মূল্য ৩৫ কোটি ৭৭ লাখ টাকা।

বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে বেনাপোলের শিকারপুর সীমান্ত দিয়ে ভারতে পাচারকালে নারিকেলবাড়িয়া নামক স্থান থেকে তাকে আটক করা হয়। যশোর-৪৯ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ আরিফুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আটক মহিউদ্দিন যশোরের শার্শা উপজেলার শিকারপুর গ্রামের মোজাম্মেল হোসেনের ছেলে বলে জানা গেছে।

লে. কর্নেল মোহাম্মদ আরিফুল হক জানান, বৃহস্পতিবার গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, চোরাকারবারীরা বিপুল পরিমাণ একটি স্বর্ণের চালান ভারতে পাচার করার প্রস্তুতি নিচ্ছে। রাত সাড়ে ৯টার দিকে এমন খবরের ভিত্তিতে শিকারপুর বিজিবি ক্যাম্পের হাবিলদার মুকুল হোসেন প্রামাণিকের নেতৃত্বে বিজিবির একটি দল অভিযান চালায়। সীমান্তে মেইন পিলার-২৯ থেকে ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে নারিকেলবাড়িয়া নামক স্থানে পাচারের প্রাক্কালে ৬২৪টি বার ও একটি রামদাসহ মহিউদ্দিনকে আটক করা হয়। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে অন্য চোরাকারবারীরা পালিয়ে যায়।

একে//