ঢাকা, মঙ্গলবার   ১৪ মে ২০২৪,   বৈশাখ ৩০ ১৪৩১

দেশভাগ নিয়ে আন্তর্জাতিক সেমিনার শুরু আজ

প্রকাশিত : ০৯:১১ এএম, ১১ আগস্ট ২০১৮ শনিবার

দেশভাগ নিয়ে তিন দিনের আন্তর্জাতিক সেমিনার শুরু হচ্ছে আজ শনিবার। ‘পার্টিশন পলিটিক্স : ইমপ্যাক্টস অন সোসাইটি, ইকোনমি, কালচার অ্যান্ড ইন্দো-বাংলা রিলেশনস (১৯৪৭-২০১৮)’ বিষয়ে সেমিনারের আয়োজন করছে জানা-ইতিহাস চর্চা কেন্দ্র এবং রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট কালেক্টিভ (আরডিসি)।

সেমিনারে সহযোগিতা করছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদ এবং সেন্টার ফর অ্যাডভান্সড রিসার্চ ইন আর্টস অ্যান্ড সোস্যাল সায়েন্সেস (কারাকাস)। এ ছাড়া সহযোগিতা করছে পররাষ্ট্র মন্ত্রণালয় এবং ভারতীয় হাইকমিশন।
আজ সকাল সাড়ে ৯টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের মোজাফ্‌ফর আহমেদ চৌধুরী মিলনায়তনে সেমিনার উদ্বোধন করবেন জাতীয় অধ্যাপক রফিকুল ইসলাম।
এসএ/