ঢাকা, সোমবার   ০৬ মে ২০২৪,   বৈশাখ ২৩ ১৪৩১

আটকে যাচ্ছে রাজার ‘বেপরোয়া’

প্রকাশিত : ১০:১৭ এএম, ১২ আগস্ট ২০১৮ রবিবার

কথা ছিল আসন্ন ঈদে মুক্তি পাবে জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত নতুন সিনেমা ‘বেপরোয়া’। সেভাবেই চলছে প্রচার ও প্রচারণা। কিন্তু হঠাৎ করে জানা গেছে ভিন্ন কথা। ঈদে সিনেমাটি মুক্তি পাওয়ার কোনো সম্ভাবনাই নেই। এমনটি জানালেন বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির মহাসচিব বদিউল আলম খোকন।

‘বেপরোয়া’ সিনেমাটি নির্মাণ করেছেন ওপার বাংলার নির্মাতা রাজা চন্দ।

এ বিষয়ে পরিচালক সমিতির মহাসচিব বদিউল আলম খোকন বলেন, ‘রাজা চন্দ বাংলাদেশে কোনো চলচ্চিত্র নির্মাণ করতে পারবেন না। ‘বেপরোয়া’ চলচ্চিত্রটি যদি রাজা চন্দ পরিচালক হয়ে থাকেন আর এই সিনেমা যদি বাংলাদেশের একক সিনেমা হয়ে থাকে তবে এটি ঈদে কেন, কোনোদিনই মুক্তি পাবে না। কলকাতার লোকাল প্রোডাকশন হিসেবে মুক্তি পেতে পারে সাফটা চুক্তির মাধ্যমে। তবে তা ঈদে নয়, সরকারি আইন অনুযায়ী কোনো উৎসবে প্রেক্ষাগৃহে বিদেশি সিনেমা মুক্তি পাবে না।’

খোকন বলেন, ‘বাংলাদেশে বিশ্বের যেকোনো দেশের পরিচালক কাজ করতে পারবেন। সেক্ষেত্রে তাকে বাংলাদেশ পরিচালক সমিতির সদস্য পদ গ্রহণ করতে হবে। তিনি আমাদের সমিতিতে এসেছিলেন। আমরাও উনাকে অতিথি পরিচালক হিসেবে সদস্য পদ প্রদানের সিদ্ধান্ত নিই কিন্তু তিনি আমাদের যেসব নিয়ম পালন করতে হয় তা না করে কলকাতায় চলে যান এবং পরবর্তী সময়ে আমাদের সঙ্গে আর কোনো যোগাযোগ করেননি। এ ছাড়া এই সিনেমার শুটিং বাংলাদেশে না করে কলকাতায় করেন। তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি তিনি আর আমাদের সমিতির সদস্য হতে পারবেন না। উনি বাংলাদেশের কোনো সিনেমা নির্মাণও করতে পারবেন না।’

উল্লেখ্য, রাজা চন্দ পরিচালিত  ‘বেপরোয়া’ সিনেমায় চিত্রনায়িকা ববির বিপরীতে রয়েছেন রোশন। আরও অভিনয় করেছেন তারিক আনাম খান, নিমা রহমান, সাদেক বাচ্চু, রেবেকা প্রমুখ।


এসএ/