ঢাকা, বৃহস্পতিবার   ৩০ মে ২০২৪,   জ্যৈষ্ঠ ১৫ ১৪৩১

ওই আন্দোলনে একটি মহল ষড়যন্ত্র করেছিল: শিক্ষামন্ত্রী

প্রকাশিত : ১০:৪৪ এএম, ১২ আগস্ট ২০১৮ রবিবার | আপডেট: ০১:৩০ পিএম, ১২ আগস্ট ২০১৮ রবিবার

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীরা সুশৃংখলভাবে আন্দোলন করেছে। এজন্য তাদেরকে ধন্যবাদ। তবে ওই আন্দোলনে একটি মহল ষড়যন্ত্র করেছিল। তারা শিক্ষার্থীদের বিপথগামী করার চেষ্টা করেছিল।

আজ রোববার সকালে বিমানবন্দর সড়কে শহীদ রমিজউদ্দিন ক্যান্টনমেন্ট স্কুলের সামনে আন্ডারপাস উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতায় এসব কথা বলেন তিনি।

শিক্ষামন্ত্রী বলেন, আমরা নির্ধারিত সময়ের আগেই বিশ্বমানের শিক্ষা নিশ্চিত করবো। শিক্ষার্থীদের সর্বোচ্চ শিক্ষায় শিক্ষিত করে মেধাবী জাতি গড়ে তোলবো।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিশেষ অতিথি ছিলেন সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

/ এআর /