ঢাকা, সোমবার   ২৯ এপ্রিল ২০২৪,   বৈশাখ ১৬ ১৪৩১

‘মেন্টাল ফেমিলি’র পর আসছে ‘ভাগের মা’

প্রকাশিত : ১১:৪৭ এএম, ১৩ আগস্ট ২০১৮ সোমবার

দীপু হাজরা পরিচালিত ‘মেন্টাল ফেমিলি’ ছিল গত রোজা ঈদের সবচেয়ে জনপ্রিয় নাটক। হাস্যরসে ভরপুর, হৃদয়কে নাড়া দেয়া গল্পের নাটকটি খুব সহজেই দর্শকের মনে দাগ কেটেছিলো। বৃন্দাবন দাসের রচনায় এ নাটকটিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছিলেন- চঞ্চল চৌধুরী, ফারহানা মিলি, শাহনাজ খুশি, আ খ ম হাসান। এছাড়া বৃন্দাবন দাস ও শাহনাজ খুশির দুই পুত্র দিব্য ও সৌম্য ছিলো চঞ্চলের দুই শালার চরিত্রে।
এবারও একই পরিচালক একই টিম নিয়ে নির্মাণ করলেন নাটক ‘ভাগের মা’। এই নাটকটিও রচনা করেছেন জনপ্রিয় নাট্যকার বৃন্দাবন দাস। এতে ‘মেন্টাল ফেমিলি’র প্রায় সবাই অভিনয় করেছেন। নতুন করে কেবল যোগ দিয়েছেন অভিনেত্রী নাদিয়া।
এছাড়া দেখা যাবে- চঞ্চল চৌধুরী, শাহনাজ খুশি, আখম হাসানকে। আর এবারেও বিশেষ দুটি চরিত্রে থাকছেন দিব্য ও সৌম্য।
নাটকটি প্রসঙ্গে নির্মাতা দীপু হাজরা বলেন, ‘রোজা ঈদে ‘মেন্টাল ফেমিলি’র অভাবনীয় সাড়া দেখে এই নাটকটি নির্মাণ করেছি। এখানেও অনেক হাসির খোরাক থাকবে। তবে বরাবরের মতো জীবনের সুন্দর-মানবিক বিষয়গুলোও ফুটে উঠবে; ঠিক যেমনটা দেখা যায় বৃন্দাবন দাসের লেখা নাটকগুলোতে। আশা করছি এবারের ঈদেও দর্শক জয় করবে আমাদের টিম। দর্শকপ্রিয় হবে ‘ভাগের মা’ নাটক।’

নাটকটি প্রচার হবে গাজী টিভিতে।

এসএ/