ঢাকা, বৃহস্পতিবার   ০৮ মে ২০২৫,   বৈশাখ ২৫ ১৪৩২

রাজস্থলী কলেজকে জাতীয়করণের দাবিতে মানববন্ধন

প্রকাশিত : ০৭:৩৮ পিএম, ৩১ জুলাই ২০১৬ রবিবার | আপডেট: ০৭:৩৮ পিএম, ৩১ জুলাই ২০১৬ রবিবার

রাঙামাটির রাজস্থলী কলেজকে জাতীয়করণের দাবিতে মানববন্ধন করেছে শিক্ষার্থীসহ স্থানীয়রা। রাজস্থলী উপজেলা পরিষদ কার্যালয় চত্বরে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে রাঙামাটি জেলা পরিষদ সদস্য চানমুনি তঞ্চঙ্গ্যা, রাজস্থলী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অংনুচিং মারমাসহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা অংশ নেন। রাজস্থলী উপজেলা কলেজকে জাতীয়করণ না করায় ক্ষোভ প্রকাশ করেন বক্তারা। দীর্ঘদিনের প্রতিষ্ঠিত কলেজকে জাতীয়করণ করা না হলে সামনে কঠোর আন্দোলন যাওয়ার হুশিয়ারিও দেন তারা।