ঢাকা, মঙ্গলবার   ৩০ এপ্রিল ২০২৪,   বৈশাখ ১৭ ১৪৩১

আঙুলের ছাপে মিলছে নতুন টাকা

প্রকাশিত : ০৪:১৩ পিএম, ১৩ আগস্ট ২০১৮ সোমবার | আপডেট: ০৪:১৫ পিএম, ১৩ আগস্ট ২০১৮ সোমবার

বাংলাদেশ ব্যাংক ঈদুল আজহা উপলক্ষে বাজারে ছেড়েছে নতুন নোট । সোমবার সকাল ১০টা থেকে বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন শাখায় এই নতুন নোট বিনিময শুরু হয়েছে। এছাড়া ঢাকা শহরের বিভিন্ন বাণিজ্যিক ব্যাংকের ১৪টি শাখায় ১০, ২০, ৫০ টাকা ও ১০০ টাকা মূল্যমান পর্যন্ত নতুন নোট প্রতিটি একটি প্যাকেট করে বিশেষ ব্যবস্থায় বিনিময় করা হচ্ছে।

আগামী ২০ আগস্ট পর্যন্ত প্রতিদিন চলবে সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত (সাপ্তাহিক ও সরকারি ছুটির দিন ব্যতীত) নতুন টাকা নিতে পারবেন সাধারণ মানুষ।

এদিকে এবারই প্রথম বায়োমেট্রিক পদ্ধতিতে নতুন টাকা দেওয়া হচ্ছে। নতুন টাকা পেতে গ্রাহকদের দিতে হচ্ছে আঙুলের ছাপ। ফলে একজন গ্রাহক ঈদের আগে একবারের বেশি নতুন নোট বিনিময় করতে পারবেন না।

নতুন নোট বিনিময় শুরুর প্রথমদিন সরেজমিনে বাংলাদেশ ব্যাংকে গিয়ে দেখা গেছে, গ্রাহকরা বায়োমেট্রিক পদ্ধতিতে টোকেন সংগ্রহ করছেন। এরপর সিরিয়াল অনুযায়ী নতুন নোট সংগ্রহ করছেন তারা। তবে অন্যান্য সময়ের চেয়ে নতুন টাকার গ্রাহক তুলনামূলক কম দেখা গেছে।বাংলাদেশ ব্যাংকের নতুন টাকা তুলতে আসা রাজধানীর মালিবাগের ব্যবসায়ী তোফাজ্জল হোসেন বলেন, বাসায় ছেলে মেয়ে আছে তাদের ঈদে সালামি দিতে হয়। তাই ঈদে নতুন টাকা নিতে এসেছি। প্রথম দিন ভিড় কম, এতে ভালই হয়েছে কম সময়ে নতুন টাকা পেলাম।

বাংলাদেশ ব্যাংকের দায়িত্বরত কর্মকর্তা আব্দুল আজিজ বলেন, ঈদ উপলক্ষে সকাল থেকে নতুন নোট বিনিময় শুরু হয়েছে। তবে আজকে প্রথমদিন হওয়ায় গ্রাহকের উপস্থিতি কম। ঈদের দিন যত সামনে আসবে গ্রাহক তত বাড়বে।

যেসব ব্যাংকে ও শাখায় নতুন টাকা পাওয়া যাচ্ছে- রাজধানীর যাত্রাবাড়ীর ন্যাশনাল ব্যাংক, জাতীয় প্রেস ক্লাবের অগ্রণী ব্যাংক, বসুন্ধরা সিটি (পান্থপথ) শাখার সোস্যাল ইসলামী ব্যাংক, ধানমন্ডির ব্যাংক এশিয়া, উত্তরার ঢাকা ব্যাংক, জনতা ব্যাংকের আব্দুল গণি রোডের কর্পোরেট শাখা, দি সিটি ব্যাংকের মিরপুর শাখা, মালিবাগ চৌধুরীপাড়ার শাহজালাল ইসলামী ব্যাংক, মার্কেন্টাইল ব্যাংকের বনানী শাখা, সোনালী ব্যাংকের রমনা কর্পোরেট শাখা, ওয়ান ব্যাংকের বাসাবো শাখা, আইএফআইসি ব্যাংকের গুলশান শাখা, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের মোহাম্মদপুর শাখা এবং রূপালী ব্যাংকের মহাখালী শাখা।

আরকে//