ঢাকা, বৃহস্পতিবার   ০২ মে ২০২৪,   বৈশাখ ১৮ ১৪৩১

সিলেটে রাজু হত্যা মামলা: ২৩ ছাত্রদল নেতাকর্মী আসামি

প্রকাশিত : ০৯:৩০ এএম, ১৪ আগস্ট ২০১৮ মঙ্গলবার

সিলেট নগরের কুমারপাড়ায় অভ্যন্তরীণ বিরোধের জের ধরে মহানগর ছাত্রদলের সহ প্রচার সম্পাদক ফয়জুল হক রাজু (২৮) হত্যার ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। এতে ২৩ জনকে আসামি করা হয়েছে। এছাড়াও মামলায় অজ্ঞাত আরও ১০-১৫ জনকে আসামি করা হয়েছে।

সোমবার রাত সাড়ে ১০টায় মহানগর পুলিশের কোতোয়ালি থানায় রাজুর চাচা দবির আলী বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেন। কোতোয়ালি মডেল থানার ওসি মো. মোশাররফ হোসেন মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন।

ওসি মো. মোশাররফ হোসেন বলেন, ছাত্রদল নেতা রাজু হত্যার ঘটনায় তার চাচা বাদী হয়ে মামলা দায়ের করেন। মামলায় সিলেট জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আবদুর রকিব চৌধুরী ও বর্তমান কমিটির সভাপতি আলতাফ হোসেন সুমন, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দিনারসহ ২৩ জনকে আসামি করা হয়।

প্রঙ্গসত, গত শনিবার মেয়র নির্বাচনের বিজয় মিছিল শেষে ফেরার পথে মেয়র আরিফের বাসার গেটে ছাত্রদলের অভ্যন্তরীণ কোন্দলের জের ধরে রাজু খুন হন। নিহত ফয়জুল হক রাজু সিলেট ল’ কলেজের শিক্ষার্থী ছিলেন। মৌলভীবাজারের রাজনগর উপজেলার শাহপুর গ্রামের ফজর আলীর ছেলে রাজু থাকতেন সিলেট নগরীর উপশহরে তার চাচা জেলা যুবলীগের যুগ্ম সম্পাদক দবির আলীর বাসায়। রাজু উপশহর এ-ব্লকের ৯নং রোডের ১২ নং বাসার বাসিন্দা ফজর আলীর ছেলে।

একে//