ঢাকা, শুক্রবার   ১৮ জুলাই ২০২৫,   শ্রাবণ ৩ ১৪৩২

বঙ্গবন্ধুর হত্যার প্রতিবাদ ১৯৭৫   

প্রকাশিত : ১০:২৯ পিএম, ১৪ আগস্ট ২০১৮ মঙ্গলবার

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার পর যারা তাৎক্ষণিক প্রতিবাদ করেছিলেন তাদেরকে নিয়ে একুশে টেলিভিশনের বিশেষ অনুষ্ঠান ‘বঙ্গবন্ধুর হত্যার প্রতিবাদ ১৯৭৫’।   

যারা ওই সময় হত্যার প্রতিবাদ করেছিলেন তাদের মধ্যে তৎকালিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র অজয় দাশগুপ্ত, ওই সময়ের বরগুনা মহকুমা প্রশাসক সিরাজউদ্দিন আহমেদ, সাবেক আবাহনীর ফুটবলার আশরাফ উদ্দিন আহমেদ চুন্নু ও ময়মনসিংহ জেলার ছাত্র বিশ্বজিৎ নন্দী। তারা এই অনুষ্ঠানে এসে ওই সময়ের স্মৃতিচারণ করেন।  

বঙ্গবন্ধুর হত্যার প্রতিবাদ করতে গিয়ে তারা ওই সময় নির্মম নির্যাতনের শিকার হয়েছিলেন। এই অনুষ্ঠানে এসে তারা তাদের সেই দিনগুলোর স্মৃতিচারণ করেন। নানা বাধা বিপত্তি জেল মৃত্যুর মুখোমুখি হয়েও তারা প্রতিবাদ থেকে পিছুটান দেননি। বঙ্গবন্ধুর প্রতি অসীম ভালোবাসায় ফাঁসির দণ্ডকেও মাথা পেতে নিয়েছিলেন।

অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন রঞ্জন মল্লিক। ১৫ আগস্ট একুশে টেলিভিশনে বুধবার রাত ১০টায় অনুষ্ঠানটি প্রচারিত হবে।   

এসি