ঢাকা, শুক্রবার   ০৩ মে ২০২৪,   বৈশাখ ১৯ ১৪৩১

ভারতীয় নারী ক্রিকেট দলের কোচ হলেন রমেশ পাওয়ার

প্রকাশিত : ১১:৩৫ এএম, ১৫ আগস্ট ২০১৮ বুধবার

ভারতীয় নারী দলের কোচ নির্বাচিত হলেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার রমেশ পাওয়ার। এখন থেকে আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত হরমনপ্রীত, স্মৃতি মন্দনাদের কোচিং করাবেন মুম্বাইয়ের এই প্রাক্তন স্পিনার।

গতকাল মঙ্গলবার ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের তরফে জানাননো হয়, আসন্ন ক্যারিবিয়ান বিশ্বকাপ পর্যন্ত নারী ক্রিকেট দলের দায়িত্ব দেওয়া হয়েছে রমেশ পাওয়ারকে। প্রাক্তন কোচ তুষার আরথের ইস্তফার পরই রমেশ রাজারাম পাওয়ারকে নারী ক্রিকেট দলের হেড কোচের দায়িত্ব দেওয়া হল।

বিসিসিআই সূত্রে জানা গেছে, নতুন কোচ নারী ক্রিকেট দলের সঙ্গে তার কাজ শুরু করবেন ব্যাঙ্গালুরু থেকে। সেখানে ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমি-তে ক্যাম্প করবে ভারতীয় নারী ক্রিকেট দল।

রমেশ পাওয়ার মুম্বাই ক্রিকেটের জানা শোনা নাম হলেও কোচিংয়ে তেমন একটা নাম ডাক নেই তার। যদিও এই কিছু দিন আগেই তিনি অস্ট্রেলিয়া থেকে লেভেল থ্রি কোচিংয়ের কোর্স শেষ করেছেন। বোর্ডের তরফে জানানো হয়েছে, এই নতুন কোচই আসন্ন শ্রীলঙ্কা সিরিজ (সেপ্টেম্বর), উইন্ডিজের বিরুদ্ধে দ্বিপাক্ষিক সিরিজসহ (অক্টোবর) টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত কোচিংয়ের দায়িত্বে থাকবেন।

প্রসঙ্গত, ৫০ ওভারের বিশ্বকাপে (২০১৭) নজরকাড়া পারফরম্যান্সের পর একেবারেই ধারাবাহিকতা দেখাতে পারেননি হরমনপ্রীত, স্মৃতি মন্দনা, ঝুলন গোস্বামী এবং ঝুলন গোস্বামীরা। চলতি বছরেই দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে একদিনের আন্তর্জাতিক এবং টি-টোয়েন্টি, দুই সিরিজই হেরেছে ভারত। এমনকী ঘরের মাঠেই ত্রিদেশীয় সিরিজে হতাশজনক ফল করেছে তারা।

তারপর এশিয়া কাপ ফাইনালেও বাংলাদেশের কাছে হার। এমন অবস্থায় নতুন কোচের কাজ যে খুব একটা সহজ হবে না, সে কথা মেনে নিচ্ছে ম্যানেজমেন্ট। তবে আন্তর্জাতিক ম্যাচ খেলার অভিজ্ঞতা সম্পন্ন রমেশ পাওয়ারের ওপর ভরসা রাখছে বিসিসিআই।

উল্লেখ্য, নারী ক্রিকেট দলের নতুন কোচ রমেশ পাওয়ার ভারতের হয়ে ২টি টেস্টসহ ৩১টি ওয়ানডে খেলছেন। তার ঝুলিতে রয়েছে সর্বমোট ৪০টি উইকেট। ব্যাটে রান খুব কম হলেও একটি আন্তর্জাতিক অর্ধ-শতরান রয়েছে পাওয়ারের।

সূত্র: জিনিউজ

একে//