৭ম শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণের পর হত্যার অভিযোগ
প্রকাশিত : ১২:৩৩ পিএম, ১৫ আগস্ট ২০১৮ বুধবার | আপডেট: ০২:১৭ পিএম, ১৫ আগস্ট ২০১৮ বুধবার

পটুয়াখালীর কুয়াকাটার কাছে সেরাজপুরে সপ্তম শ্রেণীর এক শিক্ষার্থীকে ধর্ষণের পর হত্যার অভিযোগ পাওয়া গেছে।
পুলিশ জানায়, মঙ্গলবার রাতে মেয়েকে নিয়ে বাড়িতে ছিলেন মা আমেনা। হঠাৎ কয়েকজন ঘরে ঢুুকে তাকে পিটিয়ে বাইরে আটকে রাখে।
পরে আমেনার চিৎকারে আশপাশের লোকজন আসলে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে স্থানীয়রা ঘরের ভেতর থেকে বিবস্ত্র শিক্ষার্থীর মৃতদেহ উদ্ধার করে। তাকে কুয়াকাটা হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মৃতদেহের সুরতহালে ধর্ষণের বিষয়ে প্রাথমিক ধারণা পুলিশের। তবে এ ঘটনায় এখনো কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।