ঢাকা, সোমবার   ০৬ মে ২০২৪,   বৈশাখ ২২ ১৪৩১

টেকনাফে বিজিবির অভিযানে ৩০ লাখ টাকার ইয়াবা উদ্ধার

প্রকাশিত : ১২:৩৪ পিএম, ১৬ আগস্ট ২০১৮ বৃহস্পতিবার

কক্সবাজারের টেকনাফ উপজেলায় ১০ হাজার পিছ ইয়াবা ট্যাবলেট উদ্ধার হয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)- এর সদস্যরা। ২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনস্থ নাজিরপাড়া বিওপির হাবিলদার মো. দেলোয়ার হোসেন এর নেতৃত্বে একটি টহলদল অভিযান চালিয়ে এসব ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটগুলোর মূল্য ৩০ লাখ টাকা।

বৃহস্পতিবার ভোর ৪টার দিকে উপজেলার খানকারডেইল এলাকায় অভিযান চালিয়ে এসব ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

বিজিবি জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, নাজিরপাড়া বিওপির দায়িত্বপূর্ণ খানকারডেইল এলাকায় ইয়াবা ক্রয়-বিক্রয় হতে পারে। এমন সংবাদের ভিক্তিতে টহলদল দ্রুত ওই এলাকায় অভিযানে যায়। আকস্মিক বিজিবি টহলদলের উপস্থিতি লক্ষ্য করা মাত্রই ইয়াবা পাচারকারীরা দৌড়ে পালিয়ে যায়। পরে সেখানে তল্লাশি করে জঙ্গলের এক পাশে প্লাষ্টিকের পাইপের ভেতরে ইয়াবা ভর্তি একটি প্যাকেট পাওয়া যায়। প্যাকেটটি খুলে গণনা করে ৩০ লাখ টাকা মূল্যমানের ১০ হাজার পিছ ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটগুলো ব্যাটালিয়ন সদরে জমা রাখা হয়েছে, যা পরবর্তীতে উর্দ্ধতন কর্মকর্তা, বেসামরিক প্রশাসন, মাদকদ্রব্য অধিদফতরের প্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মিডিয়া কর্মীদের উপস্থিতিতে ধ্বংস করা হবে।

একে//