ঢাকা, বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪,   বৈশাখ ১২ ১৪৩১

অস্ট্রেলিয়ায় প্রথম মুসলিম নারী সিনেটর   

প্রকাশিত : ০৫:০৯ পিএম, ১৬ আগস্ট ২০১৮ বৃহস্পতিবার

অস্ট্রেলিয়ার সিনেটে প্রথমবারের মত জায়গা করে নিলেন পাকিস্তানি বংশোদ্ভূত মুসলিম নারী মেহরিন ফারুকি। বুধবার তাকে সিনেটের একটি শূন্য পদে মনোনয়ন দেয়া হয়।

জানা গেছে, মেহরিন ১৯৯২ সালে পরিবারের সঙ্গে অস্ট্রেলিয়ায় আসেন। তিনি পেশায় একজন পরিবেশ প্রকৌশলী। একজন নারীবাদী নেত্রী হিসেবেও বেশ খ্যাতি রয়েছে।

সিনেটর নির্বাচিত হওয়ার আগে ২০১৩ সালে তিনি এমপি নির্বাচিত হন।   

মেহরিন জানান, অস্ট্রেলিয়া ভবিষ্যতে অবশ্যই বৈচিত্র্যময় এবং শক্তিশালী হবে। তিনি বলেন, সিনেটর হিসেবে আমার প্রধান দায়িত্ব হবে বর্ণবাদকে দূর করা। সূত্র: বিবিসি

এসি